ঢাকা | এপ্রিল ৩, ২০২৫ - ২:০৩ অপরাহ্ন

গাজিরচট আলিয়া মাদ্রাসা ঈদগাহ ময়দানে ঈদের দুটি জামাত অনুষ্ঠিত

  • আপডেট: Monday, March 31, 2025 - 5:28 am

ইউসুফ আলী খান।। ঢাকা জেলা সাভার উপজেলার আশুলিয়া থানার গাজীরচট মদিনাতুল উলুম আলীম মাদ্রাসা মাঠে পবিত্র ঈদুল ফিতরের দুইটি জামাত অনুষ্ঠিত হয়েছে। প্রথম জামাতটি অনুষ্ঠিত সকাল ৮টায় এবং দ্বিতীয় জামাতটি অনুষ্ঠিত হয় সকাল নয়টায় এই জামাত দুইটি অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন হাজারো ধর্মপ্রাণ মানুষ।

পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করতে সকাল থেকেই গাজীরচট আলিয়া মাদ্রাসা মাঠে আসতে থাকেন মুসুল্লিরা। শিশুরাও আসেন অভিভাবকদের সঙ্গে। সকাল ৮টায় নামাজ শুরু হয়। নামাজ শেষে খুৎবা পাঠ করা হয়। এরপর দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন গাজীরচট আলিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ তোফাজ্জল হোসেন ভুঁইয়া।

প্রথম জামাতে ইমামতি করেন গাজীরচট ভুঁইয়া বাড়ী কেন্দ্রীয় মসজিদ এর ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক ও দ্বিতীয় জামাতে ইমামতি করেন গাজীরচট খানবাড়ী জামে মসজিদ এর ইমাম হাফেজ মুফতি মোহাম্মদ এমদাদুল হক গোপালগঞ্জী।