ঢাকা | জানুয়ারী ২১, ২০২৫ - ৩:৫৩ পূর্বাহ্ন

গাজায় যুদ্ধবিরতি: ৩৩ জিম্মির বিনিময়ে ৭৩৭ ফিলিস্তিনিকে মুক্তি দেবে ইসরাইল

  • আপডেট: Saturday, January 18, 2025 - 5:22 am

জাগো জনতা ডেস্ক।। গাজায় যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপে হামাসের হাতে আটক ৩৩ ইসরাইলি বন্দির বিনিময়ে ৭৩৭ জন ফিলিস্তিনিকে মুক্তি দেবে তেল আবিব। মুক্তির জন্য নির্ধারিত এসব বন্দির তালিকাও প্রকাশ করেছে ইসরাইলি কর্তৃপক্ষ।

শনিবার (১৮ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানায় আলজাজিরা।

তবে, এর আগে ৩৩ ইসরাইলি জিম্মির বিনিময়ে ৯৫ জন ফিলিস্তিনির নাম প্রকাশ করেছিল ইসরাইলি কর্তৃপক্ষ। পরে এর একটি হালনাগাদ (আপডেট) তালিকা প্রকাশ করে।

পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অফ প্যালেস্টাইনের একজন বিশিষ্ট নেত্রী এবং ফিলিস্তিনি আইন পরিষদের সদস্য খালিদা জারার এ তালিকায় রয়েছেন।

এছাড়া ফিলিস্তিনি সাংবাদিক বুশরা আল-তাওয়িলও এ তালিকায় রয়েছেন। এর আগে তিনি ২০১১ সালে হামাস ও ইসরাইলের মধ্যে বন্দিবিনিময় চুক্তিতে মুক্তি পেয়েছিলেন।

দ্য টাইমস অব ইসরাইল জানিয়েছে, তালিকায় হামাস, ফিলিস্তিনি ইসলামিক জিহাদ এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষের ক্ষমতাসীন ফাতাহ আন্দোলনের বেশ কয়েকজন সদস্য রয়েছেন, যারা যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছেন।

প্রসঙ্গত, ফিলিস্তিনের গাজায় দীর্ঘ ১৫ মাস ধরে চলা যুদ্ধের পর যুদ্ধবিরতি চুক্তিতে রাজি হয়েছে হামাস ও ইসরাইল। শুক্রবার (১৭ জানুয়ারি) ইসরাইলের জাতীয় নিরাপত্তাবিষয়ক মন্ত্রিসভা এই চুক্তি অনুমোদন করেছে। আগামী রোববার (১৯ জানুয়ারি) থেকে এ চুক্তি কার্যকর হবে।

চুক্তির শর্ত অনুসারে যুদ্ধবিরতির প্রথম পর্যায়ের স্থায়ীত্ব হবে অন্তত ৪২ দিন, তবে প্রয়োজনে এই মেয়াদ আরও বাড়তে পারে।