গাজায় ইসরায়েলি হামলায় একদিনে প্রাণ গেল আরো ৯৪ ফিলিস্তিনির

জাগো জনতা অনলাইন।। গাজা উপত্যকায় ইসরায়েলের লাগাতার বোমাবর্ষণ অব্যাহত রয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর তাণ্ডবে আরও অন্তত ৯৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন তিন শতাধিক। ফলে মোট প্রাণহানির সংখ্যা প্রায় ৫৮ হাজার ৭০০ ছুঁইছুঁই করছে।
তুরস্কভিত্তিক সংবাদ সংস্থা আনাদোলু জানিয়েছে, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বৃহস্পতিবার (১৭ জুলাই) প্রকাশিত এক বিবরণীতে বলা হয়েছে, সর্বশেষ এই হামলায় ৩৬৭ জন আহত হয়েছেন। নিহতদের অধিকাংশই বেসামরিক নাগরিক, যাদের অনেকে শিশুও রয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, বহু মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন কিংবা সড়কে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন। উদ্ধারকর্মীরা সেখানে পৌঁছাতে না পারায় হতাহতের প্রকৃত সংখ্যা আরও বেশি হওয়ার আশঙ্কা করছে তারা।
গত ২৪ ঘণ্টায় মানবিক ত্রাণ সংগ্রহ করতে গিয়ে ইসরায়েলি সেনাদের গুলিতে আরও ২৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩২ জন। চলতি বছরের ২৭ মে থেকে এখন পর্যন্ত এই ধরনের হামলায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৮৭৭ জনে এবং আহত হয়েছেন ৫ হাজার ৬৬৬ জন।
এছাড়া, চলতি বছরের জানুয়ারিতে স্বল্প সময়ের একটি যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি কার্যকর হলেও ১৮ মার্চ থেকে ইসরায়েল ফের পূর্ণমাত্রায় হামলা শুরু করে। তারপর থেকে গত চার মাসে ইসরায়েলি বাহিনীর হামলায় প্রাণ গেছে আরও ৭ হাজার ৮৪৩ জন ফিলিস্তিনির, আহত হয়েছেন ২৭ হাজার ৯২২ জন।
গাজায় চলমান এই নৃশংসতায় আন্তর্জাতিক সম্প্রদায়ের নিন্দা বাড়ছে। গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গালান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
এছাড়া, ইসরায়েলের চলমান সামরিক অভিযানকে গণহত্যা হিসেবে চিহ্নিত করে আন্তর্জাতিক বিচার আদালতেও (আইসিজে) মামলা চলছে।
গাজার মানুষের দুঃসহ মানবিক পরিস্থিতি ঘিরে জাতিসংঘ, মানবাধিকার সংস্থাসহ বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন বারবার যুদ্ধবিরতির আহ্বান জানালেও ইসরায়েলি হামলা থামছে না। এর ফলে পরিস্থিতি আরও সংকটময় হয়ে উঠছে বলে আশঙ্কা করা হচ্ছে।