ঢাকা | নভেম্বর ২১, ২০২৪ - ৯:৫০ অপরাহ্ন

গাইবান্ধায় সিডস প্রকল্পের শিখন ও সমাপনী কর্মশালা অনুষ্ঠিত 

  • আপডেট: Tuesday, December 12, 2023 - 7:06 pm

গাইবান্ধা থেকে আঃ খালেক মন্ডলঃ 

গাইবান্ধায় ৫ বছর মেয়াদী সোসিও ইকনোমিক এ্যাম্পায়ারমেন্ট উইথ ডিগনিটি এন্ড সাসটেইনেবিলিট (সিডস) প্রকল্পের শিখন ও সমাপনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুরে গাইবান্ধা সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রকল্পের অর্জন তুলে ধরেন গণ উন্নয়ন কেন্দ্র (জিইউকে)-এর সিডস প্রকল্পের কো-অর্ডিনেটর আফতাব হোসেন। এসময় উপজেলা কৃষি অফিসার শাহাদৎ হোসেন, উপজেলা মৎস্য অফিসার মারজান সরকার, উপজেলা শিক্ষা অফিসার মাসুমুল ইসলাম, উপজেলা সমাজ সেবা অফিসার নাসির উদ্দিন শাহ, উপজেলা যুব উন্নয়ন অফিসার আ.ম শহীদুল্লাহ ভূইয়া, উপজেলা মহিলা বিষয়ক অফিসার আবু সাঈদ হাসান, উপজেলা সমবায় অফিসার হাফিজুর রহমান, গিদারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হারুন অর রশিদ ইদু, জিইউকে’র প্রজেক্ট অফিসার জহুরুল ফেরদৌস, আক্কাস আলী আকন্দ, উপজেলা কো-অর্ডিনেটর লাইজু আক্তারসহ প্রকল্পের বিভিন্ন পর্যায়ের উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

দাতা সংস্থা স্ট্রমী ফাইন্ডেশন এর অর্থায়নে সিডস প্রকল্পটি ২০১৯ সালের জানুয়ারি মাসে শুরু হয় এবং চলতি বছর ৩১ ডিসেম্বর শেষ হবে। গাইবান্ধা জেলা সদর, গোবিন্দগঞ্জ ও ফুলছড়ি উপজেলার ৬টি ইউনিয়নের দরিদ্র মানুষের টেকসই জীবনমানের উন্নয়ন, কর্মসংস্থান, শিকার গুণগতমান বৃদ্ধিতে সমন্বিত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করে।