ঢাকা | নভেম্বর ২৩, ২০২৪ - ১০:২০ পূর্বাহ্ন

গাইবান্ধায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আর্ন্তজাতিক অভিবাসী দিবস পালিত

  • আপডেট: Monday, December 18, 2023 - 11:01 am

গাইবান্ধা থেকে আঃ খালেক মন্ডলঃ প্রতিনিধিঃ আর্ন্তজাতিক অভিবাসী দিবস উদযাপন উপলক্ষে সোমবার গাইবান্ধা জেলা প্রশাসন ও জেলা জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা, বর্ণাঢ্য র‌্যালি, রেমিটেন্স প্রেরণকারী পরিবার ও  সর্বোচ্চ রেমিটেন্স গ্রহনকারী ব্যাংকের মাঝে সম্মাননা প্রদান এবং প্রীতি ফুটবল প্রতিযোগিতা পুরস্কার বিতরণ। দিবসটি উপলক্ষে এবারের প্রতিপাদ্য বিষয় ছিল ‘প্রবাসী কর্মীরা উন্নয়নের অংশীদার সমুন্বিত রাখবো তাদের অধিকার’। জেলা প্রশাসক কার্যালয় চত্বরে র‌্যালির উদ্বোধন করেন জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল।

জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল আউয়ালের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষন ব্যুরোর সহকারী পরিচালক মো. নেশারুল হক, টিটিসির অধ্যক্ষ প্রকৌশল মো. আব্দুর রহিম, প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপক আল আজম সরদার প্রমুখ।