ঢাকা | নভেম্বর ২৩, ২০২৪ - ৩:৩৭ পূর্বাহ্ন

গাইবান্ধায় নানা কর্মসূচির মধ্য দিয়ে সংবিধান দিবস পালিত

  • আপডেট: Saturday, November 4, 2023 - 12:25 pm

গাইবান্ধা থেকে আঃ খালেক মন্ডলঃ জাতীয় সংবিধান দিবস উদযাপন উপলক্ষে গাইবান্ধা জেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কালেক্টরেট সম্মেলন কক্ষে শনিবার (৪ নভেম্বর) সকালে অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ) সুশান্ত কুমার মাহাতে’র সভাপতিত্বের সভায় বক্তব্য রাখেন গাইবান্ধা সরকারি কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. আবুল কাইয়ুম আজাদ, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জসিম উদ্দিন চৌধুরী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক রাজেন্দ্রনাথ রায়, গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. মোখলেছুর রহমান, গাইবান্ধা প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবেদুর রহমান স্বপন ও ব্র্যাকের সমন্বয়কারী মোশারফ হোসেন প্রমুখ। সভায় বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক, চিকিৎসক, এনজিও প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা লাভ করে। ১৯৭২ সালের ১১ই এপ্রিল জনগণের মতামতের ভিত্তিতে সংবিধানে সকল নাগরিকের রাষ্ট্রের মৌলিক অধিকার নিশ্চিত করতে জাতীয় সংসদে ৪ নভেম্বর সংবিধান পাশ করা হয়। এরপর থেকে সংবিধানে জনগণের মৌলিক অধিকার নিশ্চিত হয়েছে।