ঢাকা | নভেম্বর ২, ২০২৫ - ৫:২৩ অপরাহ্ন

শিরোনাম

গাইবান্ধায় গরু চোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা

  • আপডেট: Sunday, November 2, 2025 - 10:34 am

জুলফিকার আলি, গোবিন্দগঞ্জ।। গাইবান্ধার গোবিন্দগঞ্জে চোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। শনিবার (১ নভেম্বর) দিবাগত ভোররাতে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

 

গোবিন্দগঞ্জে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছন।

স্থানীয়রা জানায়, গভীর রাত তিনটার দিকে উপজেলার নাসিরাবাদ গ্রামে কৃষক আলীম উদ্দিনের গোয়াল ঘরে সিদ কেটে গরু চুরি করার সময় পরিবারের সদস্যরা টের পেয়ে চিৎকার দেয়। এ সময় তাদের চিৎকারে আশেপাশের কৃষক ছুটে এসে চোরদের গণপিটুনি দেয়। এতে দুইজন ঘটনাস্থলে মারা যায়। এদিকে, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে আহত অবস্থায় একজনকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।’

গোবিন্দগঞ্জে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ বিষয়ে পরবর্তীতে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।