ঢাকা | নভেম্বর ২১, ২০২৪ - ৮:৪৩ অপরাহ্ন

গাইবান্ধায় খেলোয়াড়দের মাঝে বঙ্গবন্ধু ক্রীড়া শিক্ষা বৃত্তির চেক বিতরণ

  • আপডেট: Thursday, November 23, 2023 - 1:10 pm

গাইবান্ধা থেকে আঃ খালেক মন্ডলঃ

যুব ও ক্রীড়া মন্ত্রনালয়াধীন বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন  থেকে প্রাপ্ত বঙ্গবন্ধু ক্রীড়া শিক্ষা বৃত্তির চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকালে গাইবান্ধা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গাইবান্ধা জেলা ক্রীড়া অফিসার মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল আউয়াল। এসময় জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আল ওয়াজিউর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের গাইবান্ধা উপ-পরিচালক মো. খোরশেদ আলম, পলাশবাড়ী এসএম মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশীল চন্দ্র সরকার, গাইবান্ধা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবেদুর রহমান স্বপন, কৃষকলীগের জেলা সাধারণ সম্পাদক দীপক কুমার পাল সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, ক্লাব ও সংগঠনের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি বলেন, বর্তমান সরকারের সময়ে খেলাধূলার উন্নয়নে কাজ করার ফলে শিশু ও কিশোররা খেলাধূলায় সফলতা অর্জন করেছে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় প্রতি বছর ক্রীড়াক্ষেত্রে  সর্বোচ্চ বাজেট বরাদ্দ করেছেন।

অনুষ্ঠানে গাইবান্ধায় খেলাধূলায় অবদান রাখার জন বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন ক্রীড়া শিক্ষা বৃত্তি হিসেবে ১৪ জন খেলোয়াড়ের মাঝে অনুদান হিসেবে ২ লক্ষ ৪০ হাজার টাকার চেক বিতরন করা হয়।