ঢাকা | এপ্রিল ৮, ২০২৫ - ৯:৩২ পূর্বাহ্ন

শিরোনাম

গর্ভবতী মায়েদের ছয় দশকের সেবিকা হোসনে আরা অসুস্থ, দোয়া চেয়েছে পরিবার 

  • আপডেট: Monday, April 7, 2025 - 7:12 pm

ফরহাদ হোসেন: নারী ও শিশু স্বাস্থ্য বিষয়ে যিনি দীর্ঘ ষাট বছর ধরে অনবদ্যভাবে ধনী, গরিব, অসহায় মানুষের বিনামূল্যে সেবায় ব্রত ছিলেন। তার জন্ম ৯ জুন ১৯৩৭। ধাত্রীবিদ্যা সহ গর্ভবতী মা ও শিশুদের সুরক্ষায় ছয় দশক ধরে কাজ করেছেন। তিনি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক প্রতিষ্ঠানের সম্মাননা পেয়েছেন। সেই বিশিষ্ট নারী সমাজ সেবিকা হোসনে আরা আজ ফুসফুসের সমস্যায় জাতীয় বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন।

এই মহীয়সী নারী রাজধানীর বাড্ডায় তার নিজ বাসায় শ্বাস জনিত সমস্যা অনুভব করলে তাকে ডাক্তার দেখানো হয়। ডাক্তার তার নানারকম পরীক্ষা-নিরীক্ষা শেষে রিপোর্ট দেখে হাসপাতালে দ্রুত ভর্তি করাতে পরামর্শ দেন। ফুসফুসে পানি জমে যাওয়ার জন্য অক্সিজেনের লেভেল কমে যায় শ্বাস-প্রশ্বাস নিতে তার কষ্ট হচ্ছিলো। হাসপাতালে ভর্তির পর পানি বের করার জন্য একটি অপারেশন করে টিউব লাগানো হয়। এখন শ্বাস-প্রশ্বাস নিতে কিছুটা সুবিধা হচ্ছে। পাশাপাশি আরও নানারকম পরীক্ষা-নিরীক্ষা চলছে।

তার জ্যেষ্ঠ পুত্র জাতীয় প্রেস ক্লাবে অবস্থিত সাংবাদিকেদের মাতৃসংগঠন সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সদস্য, বাংলাদেশ নিউজ এডিটরস গিল্ড ও মিডিয়া জার্নালিস্ট ক্লাব অব বাংলাদেশ সংগঠন দ্বয়ের সভাপতি ও সরকারি তালিকাভুক্ত জতীয় দৈনিক মাতৃভূমির খবরের নিউজ এডিটর বাদল চৌধুরী মায়ের জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন।

উল্লেখ্য, সমাজ সেবায় তার অবদানের জন্য বিশিষ্ট সমাজ সেবিকা ও সাদা মনের মানুষ এবং মহীয়সী নারী নানা শিরোনামে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ ও প্রচারিত হয়।