গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয়ে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত
কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ সম্পর্কে অভিভাবকদের অবহিতকরণ এবং ভোটাধিকার প্রদান বিষয়ে উদ্বুদ্ধকরণের লক্ষ্যে সোমবার (১২ জানুয়ারি) কাপ্তাইয়ের ৫৩টি প্রাথমিক বিদ্যালয়ে মা ও অভিভাবকদের নিয়ে একযোগে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়।
এদিকে এদিন কাপ্তাই বিএফআইডিসি সরকারি প্রাথমিক বিদ্যালয়, বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণীকক্ষে মা ও অভিভাবক সমাবেশে অংশ নেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন।
এ সময় তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন, ভোটদান একটি নাগরিক অধিকার। প্রত্যেকেই তাঁর নিজস্ব মতবাদ ভোটের মাধ্যমে প্রতিফলন ঘটায়। আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে। তাই প্রত্যেক ভোটার যেন নির্বিঘ্নে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে।
এ সময় সংশ্লিষ্ট স্কুলের পরিচালনা কমিটির সদস্য, প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা ছাড়াও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা নির্বাচন অফিসার মিতা পারিয়াল এবং কাপ্তাই প্রেসক্লাব সভাপতি কবির হোসেন বক্তব্য রাখেন।











