ঢাকা | নভেম্বর ১৩, ২০২৫ - ৫:১৪ অপরাহ্ন

শিরোনাম

গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কাপ্তাইয়ে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • আপডেট: Thursday, November 13, 2025 - 2:53 pm

ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: গণপ্রকৌশল দিবস এবং ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স’র (আইডিইবি’র) ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাঙামাটির কাপ্তাইয়ে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

সংগঠনের কাপ্তাই সাংগঠনিক জেলা শাখার আয়োজনে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ১১টায় কাপ্তাইয়ে অবস্থিত বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট (বিএসপিআই) ক্যাম্পাসে র‍্যালি এবং সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

“দক্ষ জনশক্তি দেশ গঠনের মূল ভিত্তি” প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে বিএসপিআই চত্বর হতে একটি র‍্যালি বের হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে প্রতিষ্ঠানের সিভিল উড ডিপার্টমেন্টে এসে শেষ হয়।

 

পরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আইডিইবি কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক মো. কবির হোসেন এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন।

 

চন্দ্রঘোনা কর্ণফুলি পেপার মিলস লিমিটেড

(কেপিএম)-এর নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) ও আইডিইবি, কাপ্তাই সাংগঠনিক জেলা শাখার সভাপতি ইমাম ফখরুদ্দীন রাজির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আইডিইবি কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মো. জয়নাল আবেদীন ও বিএসপিআই-এর ভাইস প্রিন্সিপাল প্রকৌশলী রহমত উল্লাহ।

 

বিএসপিআই-এর অটোমোবাইল টেকনোলজি ডিপার্টমেন্টের শিক্ষক ও সংগঠনের কাপ্তাই সাংগঠনিক জেলা শাখার সাধারণ সম্পাদক মো. আইয়ুব আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত র‍্যালি ও আলোচনা সভায় প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।