গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ ইসমাইলের বিনাচিকিৎসায় মৃত্যু, চিকিৎসকসহ আটক ৫
জাগো জনতা অনলাইন।। রাজধানীর রামপুরায় জুলাই গণঅভ্যুত্থানে পুলিশের গুলিতে আহত রিকশাচালক ইসমাইল পড়েছিল হাসপাতালের সিঁড়িতে। বার বার আকুতি করেছিলেন তাকে চিকিৎসা দেয়ার। কিন্তু তাকে চিকিৎসা দেওয়া হয়নি।
হাসপাতালের ফটকে দুজন গার্ড চেয়ে চেয়ে শুধু দেখেছেন, কিন্তু দরজা খোলেননি। রিকশাচালক ইসমাইলকে বাঁচানোর চেষ্টাও করা হয়নি। আর এ অবস্থায় রক্তক্ষরণে সিঁড়িতেই মারা যান তিনি। এরকম একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে আসার পরই চিকিৎসকসহ ৫ জনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৭ জানুয়ারি) হাতিরঝিল থানা পুলিশ তাদের আটক করে।
চিকিৎসকসহ ৫ জনকে আটক করার বিষয়টি নিশ্চিত করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামিম।