ঢাকা | ডিসেম্বর ১৫, ২০২৫ - ১২:১৯ অপরাহ্ন

শিরোনাম

গঠিত হলো জাতীয় সাংবাদিক সংস্থার ঈদগাঁও কমিটি

  • আপডেট: Tuesday, October 21, 2025 - 8:35 pm

 

ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি।

সরকার নিবন্ধিত ‘জাতীয় সাংবাদিক সংস্থা’র ঈদগাঁও উপজেলা কমিটি অনুমোদন করা হয়েছে।
২০ অক্টোবর মঙ্গলবার সংগঠনটির জেলা কমিটির তিনজনের যৌথ স্বাক্ষরে আগামী দুই বছরের জন্য এ কমিটি অনুমোদন দেওয়া হয়। সংগঠনের রেজিস্ট্রেশন নম্বর হচ্ছে সি-৯৫০৭৪-১১। ঘোষিত আংশিক এ কমিটিকে শীঘ্রই পূর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্য জেলা শাখার পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে।

অনুমোদিত কমিটিতে দৈনিক নিরপেক্ষ পত্রিকা ও বাংলাদেশ বেতারের প্রতিনিধি মোঃ রেজাউল করিমকে সভাপতি, দৈনিক সমুদ্রকণ্ঠের প্রতিনিধি এম. শফিউল আলম আজাদকে সিনিয়র সহ-সভাপতি, দৈনিক রূপসী গ্রামের প্রতিনিধি এম. ছরওয়ার সিফাকে সাধারণ সম্পাদক এবং দৈনিক আমাদের কক্সবাজারের প্রতিনিধি আলা উদ্দিনকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মনোনীত করা হয়।

অনুমোদিত কমিটিতে স্বাক্ষর করেন জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির সভাপতি মোঃ খোরশেদ আলম, সাধারণ সম্পাদক মোঃ ওসমান গনি ইলি এবং সাংগঠনিক সম্পাদক মোঃ সালা উদ্দিন।

সংগঠনটির ঈদগাঁও উপজেলা শাখায় অন্যদের মধ্যে রয়েছেন দৈনিক দৈনন্দিনের প্রতিনিধি গিয়াস উদ্দিন, ফ্রিল্যান্স সাংবাদিক এনামুল হক, দৈনিক কক্সবাজার বাণীর প্রতিনিধি মোঃ আরিফুল ইসলাম, দৈনিক কক্সবাজার দর্পণের প্রতিনিধি রাশেদুল আমির এবং দৈনিক প্রভাতী বাংলাদেশের প্রতিনিধি মনজুর আলম।

জেলা কমিটি প্রত্যাশা করেছে, নবগঠিত এ উপজেলা কমিটি স্থানীয় সাংবাদিকদের অধিকার সংরক্ষণ ও তাদের কল্যাণে নানাবিধ কার্যক্রম পরিচালনা করবে। তাছাড়া সাংবাদিক সমাজের ঐক্য, পেশাদারিত্ব ও মানবিক দায়িত্ববোধ সৃষ্টিতে এ কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

উল্লেখ্য, ঈদগাঁও উপজেলায় কর্মরত যে সকল সংবাদকর্মী এ সংগঠনে অন্তর্ভুক্ত হতে ইচ্ছুক, তাদেরকে অন্তর্ভুক্ত করে শীঘ্রই কমিটির পরিসর আরও বাড়ানো হবে।