খ্রিস্টানদের বড়দিনে তাদের পাশে দাঁড়ালো রাজনগর বিজিবি
মো. গোলামুর রহমান, লংগদু (রাঙামাটি)।
রাঙামাটির লংগদুতে বিজিবি রাজনগর জোন কমান্ডারের উদ্যোগে মতবিনিময় সভা ও খ্রিস্টানদের বড়দিন উপলক্ষে সাধারণ মানুষের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ শাহনেওয়াজ তাসকিন, পিএসসি, এসি চাইল্যাতলী বিজিবি ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকায় স্থানীয় চেয়ারম্যান, মেম্বার, হেডম্যান, কারবারি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও পাহাড়ি-বাঙালি বিভিন্ন সম্প্রদায়ের নেতৃবৃন্দকে নিয়ে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় পার্বত্য অঞ্চলের সাম্প্রদায়িক সম্প্রীতি, সামাজিক স্থিতিশীলতা ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারকরণে বিজিবির ভূমিকা তুলে ধরা হয় এবং অংশগ্রহণকারীদের মতামত গ্রহণ করা হয়। অধিনায়ক সকলকে শান্তি ও সহনশীলতা বজায় রাখার আহ্বান জানান।
সভা শেষে বড়দিন উপলক্ষে খ্রিস্টানদের বড়দিন উদযাপনের জন্য দায়িত্বপূর্ণ এলাকার গুরুসতাংপাড়া ও গুইছড়িপাড়ার নামে ০২টি গির্জা কমিটিকে আর্থিক অনুদান প্রদান করা হয়। এই উদ্যোগ স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রশংসা অর্জন করে এবং বিজিবি ও জনসাধারণের পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় হয়।
জোন অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ শাহনেওয়াজ তাসকিন, পিএসসি, এসি বলেন, বিজিবি সর্বদা শান্তি ও সম্প্রীতির লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আগামীতেও বিজিবির এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।











