ঢাকা | সেপ্টেম্বর ২০, ২০২৪ - ১১:৫০ পূর্বাহ্ন

শিরোনাম

খৈয়াছড়া ঝর্ণা থেকে পড়ে মারা গেল মেডিকেলে শিক্ষার্থী

  • আপডেট: Thursday, February 15, 2024 - 7:23 pm
মিরসরাই প্রতিনিধি : এ. এইচ. সেলিম।।
ঢাকার শহীদ মনসুর আলী মেডিকেল কলেজের ৭ শিক্ষার্থী ঘুরতে আসেন চট্টগ্রামের মীরসরাইয়ে খৈয়াছড়া পাহাড়ি এলাকায় ঝর্ণার । তাদের মধ্য মো. আনাস (২২) নামের একজন ঝর্ণার উপর থেকে পা পিছলে পড়ে মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বেলা ৩ টার দিকে মীরসরাই ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তারা নিহত শিক্ষার্থীর লাশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
নিহত শিক্ষার্থীর বন্ধুরা জানায়, কলেজের ৭বন্ধু খৈয়াছড়া ঝর্ণায় ভ্রমণে এসেছিলাম। দুপুরে আনাস ঝর্ণার উপর থেকে অসতর্কতাবশত নিচে পড়ে যায়। এ সময় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এই বিষয়ে মীরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সহিদুল ইসলাম জানান, নিহত আনাসের মরদেহ আইনানুগ প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে