খালেদা জিয়ার সুস্থতা কামনায় মহালছড়ি উপজেলা ছাত্রদলের দোয়া মাহফিল
মোঃ কাউছারুল ইসলাম, মহালছড়ি।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মহালছড়ি উপজেলা শাখার উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
সোমবার (১ ডিসেম্বর) মাগরিব নামাজের পর মহালছড়ি কেন্দ্রীয় জামে মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এসময় বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় মোনাজাত করা হয়। এতে শাখা ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ হেলাল উদ্দিনসহ ছাত্রদলের নেতাকর্মীদের পাশাপাশি মহালছড়ি কেন্দ্রীয় জামে মসজিদের মুসল্লিরা উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে বক্তারা বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা শুধু বিএনপি পরিবারের নয়, বরং দেশের কোটি মানুষের কামনা। আমরা প্রার্থনা করি তিনি দ্রুত সুস্থ হয়ে এই জাতিকে আবার নেতৃত্ব দেন।” শেষে দেশ, জাতি এবং বেগম খালেদা জিয়ার আশু আরোগ্য কামনা করে দোয়া ও বিশেষ মোনাজাত করা হয়।











