খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল : ডা. জাহিদ
নিজস্ব প্রতিবেদক।। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতই স্থিতিশীল আছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
ডা. জাহিদ হোসেন বলেন, খালেদা জিয়ার অবস্থা খুব একটা পরিবর্তন হয়নি। তবে এই অবস্থাকে স্থিতিশীল মনে করছেন চিকিৎসকরা।
এ সময় ডা. জাহিদ হোসেন প্রধান উপদেষ্টাসহ খালেদা জিয়ার চিকিৎসার খোঁজ খবর নেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানান।
ডা. জাহিদ নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনারা সবাই দোয়া করবেন। কেউ এখানে ভিড় করবেন না। যেহেতু এখানে অনেকেই চিকিৎসা নেন তাদের যেন চিকিৎসার ব্যাঘাত না ঘটে।
গত ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন খালেদা জিয়া। ফুসফুসে সংক্রমণ থেকে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এরপর দেখা দেয় নিউমোনিয়া। এর সঙ্গে রয়েছে কিডনি, লিভার, আর্থ্রাইটিস ও ডায়াবেটিসের পুরোনো সমস্যা। বেশ কিছুদিন ধরে এভারকেয়ার হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন বেগম খালেদা জিয়া।











