ঢাকা | জানুয়ারী ৪, ২০২৬ - ৩:৩৮ অপরাহ্ন

খাগড়াছড়ি-২৯৮ আসনে যাচাই-বাছাই শেষে ৭ প্রার্থীর মনোনয়ন বাতিল, বৈধ ৭টি

  • আপডেট: Saturday, January 3, 2026 - 6:38 pm

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খাগড়াছড়ি-২৯৮ সংসদীয় আসনে দাখিলকৃত মনোনয়নপত্রের যাচাই-বাছাই শেষে বাতিল হওয়া প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) খাগড়াছড়ি জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. আনোয়ার সাদাত আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন।
রিটার্নিং অফিস সূত্রে জানা যায়, খাগড়াছড়ি-২৯৮ আসনে মোট ১৫টি মনোনয়নপত্র জমা পড়েছিল। যাচাই-বাছাই শেষে এর মধ্যে ৭টি মনোনয়নপত্র বৈধ ও ৭টি মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয় এবং ১টি মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে।
এতে বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থীদেরসহ অধিকাংশ প্রধান রাজনৈতিক দলের প্রার্থীদের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়েছে।
বাতিল হওয়া প্রার্থীরা হলেন—
স্বতন্ত্র প্রার্থী সমীরণ দেওয়ান, সন্তোষিত চাকমা বকুল, লাব্রিচাই মারমা, সোনা রতন চাকমা, স্বতন্ত্র প্রার্থী জিরুনা ত্রিপুরা, বাংলাদেশ খেলাফতে মজলিসের মাওলানা আনোয়ার হোসাইন মিয়াজী এবং গণঅধিকার পরিষদের দীনময় রোয়াজা—মোট ৭ জন।
এছাড়াও বাংলাদেশ মুসলিম লীগের প্রার্থী মো. মোস্তফার মনোনয়ন স্থগিত রয়েছে।
বৈধ প্রার্থীরা হলেন—
বিএনপির প্রার্থী আব্দুল ওয়াদুদ ভূঁইয়া, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. এয়াকুব আলী, জাতীয় পার্টির মিথিলা রোয়াজা, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. কাউসার, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মো. নুর ইসলাম, স্বতন্ত্র প্রার্থী ধর্ম জ্যোতি চাকমা এবং বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির উশোপ্রু মারমা।
এ সময় জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. আনোয়ার সাদাত জানান, যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে তারা চাইলে নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন।