খাগড়াছড়ির রামগড়ে বিএনপির দুই গ্রুপ মুখোমুখি; বিএনপি নেতা ফরহাদের বাড়িতে হামলা
রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি॥
খাগড়াছড়ি জেলার রামগড়ে বিএনপির দুই অংশ মুখোমুখি অবস্থান নিয়েছে। জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া ও ২০১৮ সালে খাগড়াছড়ি আসনে ধানের শীষের প্রার্থী শহিদুল ইসলাম ভূইয়া ফরহাদের সমর্থকদের মধ্যে বিরোধ এখন তুঙ্গে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়া নিয়ে বিরোধের জের ধরে শুক্রবার রাতে বিএনপি নেতা ফরহাদের রামগড়ের বাড়িতে হামলা চালিয়েছেন ওয়াদুদ ভূইয়ার সমর্থক নেতাকর্মীরা।
বিএনপি নেতা শহিদুল ইসলাম ভূইয়া ফরহাদ অভিযোগ করেন, আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে নিজ বাড়িতে প্রস্তুতি সভা চলাকালে শুক্রবার রাতে হামলা চালিয়েছে ওয়াদুদ ভূইয়ার চিহ্নিত লোকজন। হামলাকারীরা তার বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায়। এসময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। হামলায় বিএনপি নেতা মোশারফ হোসেন, গিয়াস উদ্দিনসহ কয়েকজন আহত হন।
এই ঘটনায় মামলা করা হবে বলে জানিয়েছেন বিএনপি নেতা শহিদুল ইসলাম ভূইয়া ফরহাদ। তার ভাই সাইফুল ইসলাম মামলার প্রস্তুতি নিচ্ছেন। তবে ঘটনার বিষয়ে উপজেলা বিএনপির দায়িত্বশীল কেউ কথা বলতে রাজি হননি।
ওয়ান-ইলেভেন সরকারের আমলে দুদকের মামলায় ২০ বছরের সাজাপ্রাপ্ত হওয়ায় ২০০৮ সাল থেকে সব নির্বাচনেই প্রার্থী হওয়ার অযোগ্য ছিলেন জেলা বিএনপি সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া। পরে ২০০৮ সালের সংসদ নির্বাচনে সমীরণ দেওয়ান এবং ২০১৮ সালের নির্বাচনে শহিদুল ইসলাম ভূইয়া ফরহাদ বিএনপির মনোনীত প্রার্থী ছিলেন।
উল্লেখ্য, ওয়াদুদ ভূইয়া ও শহিদুল ইসলাম ভূইয়া ফরহাদ সম্পর্কে আপন চাচা-ভাতিজা।











