খাগড়াছড়ির দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প
আরিফুল ইসলাম, খাগড়াছড়ি প্রতিনিধি ।
পাহাড়ি জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সেনাবাহিনীর উদ্যোগে খাগড়াছড়ি সদর জোনের তত্ত্বাবধানে তিন শতাধিক মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
শনিবার সকাল থেকে খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোনছড়া ইউনিয়নের প্রত্যন্ত ছোটবাড়িপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পটির আয়োজন করে খাগড়াছড়ি জোনের অধীনস্থ ভাইবোনছড়া আর্মি ক্যাম্প।
এ সময় স্থানীয় নারী, পুরুষ ও শিশুদের প্রাথমিক চিকিৎসা, স্বাস্থ্য পরামর্শ এবং প্রয়োজনীয় ওষুধ প্রদান করেন খাগড়াছড়ি সদর জোনের আরএমও ক্যাপ্টেন তানজিম ইসলাম।
স্বাস্থ্যসেবা থেকে দীর্ঘদিন বঞ্চিত পাহাড়ি এলাকার মানুষ সেনাবাহিনীর এই মানবিক উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন। বিশেষ করে স্থানীয় উপজাতি জনগোষ্ঠীর বাসিন্দারা বলেন, “সেনাবাহিনী নিয়মিতভাবে আমাদের পাশে থেকে মানবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে, এতে আমরা অনেক উপকৃত হচ্ছি।”
তারা ভবিষ্যতেও এ ধরনের মেডিকেল ক্যাম্পের আয়োজন অব্যাহত রাখার অনুরোধ জানান।
খাগড়াছড়ির দুর্গম অঞ্চলের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সেনাবাহিনীর এই উদ্যোগকে এলাকাবাসী মানবিক ও প্রশংসনীয় হিসেবে বর্ণনা করেছেন।











