ঢাকা | ডিসেম্বর ২৫, ২০২৫ - ১:১৬ পূর্বাহ্ন

শিরোনাম

খাগড়াছড়িতে ৩২ বিজিবির অভিযানে ১২টি ভারতীয় গরু জব্দ

  • আপডেট: Wednesday, December 24, 2025 - 11:33 pm

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি :

 

খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২ বিজিবি) কর্তৃক পরিচালিত চোরাচালানবিরোধী অভিযানে ১২টি ভারতীয় গরু জব্দ করা হয়েছে। জব্দকৃত গরুগুলোর আনুমানিক বাজারমূল্য ৭ লাখ ২০ হাজার টাকা।

 

বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার ১নং তাইন্দং ইউনিয়নের কলাবাগান এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

 

গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, বান্দরসিং বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ২২৫৯/৬-আরবি থেকে আনুমানিক ১৫০ গজ উত্তর-পশ্চিমে বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয় গরু চোরাচালানের প্রস্তুতি নেওয়া হয়েছে।

 

এ তথ্যের ভিত্তিতে খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল কামরান কবির উদ্দিনের সার্বিক দিকনির্দেশনায় বান্দরসিং বিওপি কমান্ডার নায়েব সুবেদার মোঃ মোহাম্মদ নুরুল আবছারের নেতৃত্বে একটি টহল দল চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা গরুগুলো ফেলে পালিয়ে যায়। পরে মালিকবিহীন অবস্থায় ১২টি ভারতীয় গরু জব্দ করতে সক্ষম হয় বিজিবি।

 

জব্দকৃত গরুগুলো কাস্টমস এক্সাইজ ও ভ্যাট, সীতাকুন্ড সার্কেল, চট্টগ্রামে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

এ বিষয়ে খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল কামরান কবির উদ্দিন বলেন, দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের আভিযানিক কার্যক্রম জোরদার করা হবে।