খাগড়াছড়িতে ১০ দলীয় ঐক্য ও জামায়াত সমর্থিত প্রার্থীর বিশাল গণমিছিল ও সমাবেশ
খাগড়াছড়ি প্রতিনিধি।
খাগড়াছড়িতে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ২৯৮ নং খাগড়াছড়ি আসনে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। এরই ধারাবাহিকতায় ১০ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী এডভোকেট মো. এয়াকুব আলী চৌধুরীর সমর্থনে খাগড়াছড়ি শহরে এক বিশাল গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ জানুয়ারি) বিকাল ৩টায় খাগড়াছড়ি গেইট এলাকা থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তমঞ্চে এসে এক সমাবেশে মিলিত হয়। মিছিলে ১০ দলীয় ঐক্য ও জামায়াতে ইসলামীর বিপুল সংখ্যক নেতাকর্মীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা যায়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট মো. এয়াকুব আলী চৌধুরী বলেন, “একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে আমরা মাঠে নেমেছি। খাগড়াছড়ি হবে শান্তি ও সম্প্রীতির জনপদ। দীর্ঘদিনের অন্যায়, অবিচার আর চাঁদাবাজির হাত থেকে পাহাড়ি-বাঙালি নির্বিশেষে সবাইকে রক্ষা করতে খাগড়াছড়ির মানুষ আজ রাজপথে নেমে এসেছে।”
নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “নির্বাচনে সব প্রার্থীর জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। যারা আচরণবিধি লঙ্ঘন করবে, তাদের দ্রুত শাস্তির আওতায় আনতে হবে। কোনো ধরনের বৈষম্যমূলক আচরণ বরদাস্ত করা হবে না।”
বক্তব্যের শেষ পর্যায়ে তিনি শান্তি ও উন্নয়নের প্রতীক হিসেবে এবং সৎ নেতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে আগামী নির্বাচনে দল-মত নির্বিশেষে সকলকে ‘দাঁড়িপাল্লা’ মার্কায় ভোট দেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানান।
সমাবেশে স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন এবং একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ বজায় রাখার জন্য প্রশাসনের প্রতি দাবি জানান।











