ঢাকা | ডিসেম্বর ১৫, ২০২৫ - ১২:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম

খাগড়াছড়িতে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা

  • আপডেট: Sunday, December 14, 2025 - 5:57 pm

খাগড়াছড়ি প্রতিনিধি।

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে খাগড়াছড়িতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন খাগড়াছড়ি পৌর প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক হাসান মারুফ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত।

বিশেষ অতিথি ও আলোচক হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিঞা এবং খাগড়াছড়ি ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক আনোয়ার কবির।

১৯৭১ সালের ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবীদের নির্মম হত্যাকাণ্ডের স্মৃতিচারণ করেন মুক্তিযুদ্ধ চলাকালীন রামগড়ের বীর মুক্তিযোদ্ধা ও খাগড়াছড়ি জেলা ইউনিট কমান্ডার হেমদা রঞ্জন ত্রিপুরা।

আলোচনা সভায় জেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।