ঢাকা | অক্টোবর ২৬, ২০২৫ - ৭:৫২ অপরাহ্ন

শিরোনাম

খাগড়াছড়িতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কাঠ উদ্ধার

  • আপডেট: Sunday, October 26, 2025 - 5:30 pm

আরিফুল ইসলাম, খাগড়াছড়ি প্রতিনিধি।

খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২ বিজিবি)-এর অভিযানে বিপুল পরিমাণ চোরাচালানকৃত অবৈধ কাঠ উদ্ধার করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে বান্দরসিং বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ২২৬০/১০-আরবি হতে আনুমানিক এক কিলোমিটার পূর্ব দিকে বাংলাদেশের অভ্যন্তরে বি-টিলা নতুনপাড়া বাগান এলাকায় অবৈধ কাঠ চোরাচালান হতে পারে।

খাগড়াছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরান কবির উদ্দিনের সার্বিক নির্দেশনায় বান্দরসিং বিওপি কমান্ডার নায়েব সুবেদার মো. আসাদুজ্জামানের নেতৃত্বে শনিবার (২৬ অক্টোবর ২০২৫) সকালে ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের সময় চোরাকারবারিরা বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে কাঠ ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে টহল দল পরিত্যক্ত অবস্থায় ৬৫ ঘনফুট সেগুন ও গামারী কাঠ জব্দ করে, যার আনুমানিক বাজারমূল্য ৭২ হাজার ২৫০ টাকা। জব্দকৃত কাঠ মাটিরাঙা বনবিটে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

খাগড়াছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরান কবির উদ্দিন বলেন, “খাগড়াছড়ি ব্যাটালিয়ন তার দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত চোরাচালান প্রতিরোধে অভিযান পরিচালনা করছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”