ঢাকা | ফেব্রুয়ারী ২৫, ২০২৫ - ৪:১১ অপরাহ্ন

শিরোনাম

খাগড়াছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল

  • আপডেট: Thursday, February 6, 2025 - 5:14 pm
খাগড়াছড়ি প্রতিনিধি : দেশব্যাপি আওয়ামী লীগের সন্ত্রাস,নৈরাজ্য ও স্বৈরাচারী হাসিনা ও তার দোসর কর্তৃক দেশাে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠন।
বৃহস্পতিবার(০৬ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টায় জেলা শহরের ভাঙ্গাব্রিজ এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মহাজন পাড়া ঘুরে শাপলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে শাপলা চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়।
খাগড়াছড়ি জেলা বিএনপি সাধারণ সম্পাদক এম এন আবছার, যুগ্ম সাধারণ সম্পাদক অনিমেষ চাকমা রিংকু,জেলা মহিলাদলের সভাপতি কুহেলী দেওয়ান, মহিলা দলের সাধারণ সম্পাদক  শাহিনা আক্তার, জেলা ছাত্রদলেে সভাপতি মো.শাহেদুল হোসেন সুমন, জেলা যুবদলের সভাপতি মাহবুব আলম সবুজ, পৌর সদর  বিএনপি  সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাগর নোমানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।