ঢাকা | সেপ্টেম্বর ১৯, ২০২৪ - ৭:১৮ পূর্বাহ্ন

খাগড়াছড়িতে প্রাথমিক শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ

  • আপডেট: Tuesday, September 26, 2023 - 12:53 pm

কামাল পারভেজ।। খাগড়াছড়ি জেলা পরিষদ অধিনস্হ প্রাথমিক শিক্ষক নিয়োগ পরিক্ষা হয় ২০২২ সালের এপ্রিল মাসে। পরিক্ষার খাতায় নাম ও রোল নাম্বার লেখার জায়গা না থাকা ও প্রশ্নের উত্তর পত্রের ত্রুটির কারনে পরিক্ষা স্থগিত হয়ে যায়। বিগত দেড় বছর পর গত ২২ সেপ্টেম্বর (শুক্রবার) তড়িঘড়ি করে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া কাজ সম্পূর্ণ করতে মৌখিক পরিক্ষার কার্যক্রম হয়। ২৫৮ জন শিক্ষক নিয়োগ দেওয়ার কথা থাকলেও গত ২২ সেপ্টেম্বর পরিক্ষার ফল প্রকাশে ১০০০( একহাজার) জনকে উত্তির্ন দেখানো হয়। কিভাবে পরিক্ষার্থীরা এই ত্রুটি প্রশ্নে উত্তির্ন হলো তা কেউ মুখ খুলছেনা। জেলা পরিষদের কোনো কর্মকর্তা কর্মচারী এ বিষয়ে কথা বলতে নারাজ।

ঐদিকে স্হানীয় জনসাধারণের বক্তব্য হচ্ছে দেড় বছর আগে দূর্নীতির কারণে স্থগিত হয়ে যায় শিক্ষক নিয়োগ। মোটা অংকের উৎকোচ বিনিময় হয় বলেও অনেক পরিক্ষার্থীর অভিযোগ  করেন। জেলা আওয়ামী লীগের অনেক নেতারা বলছেন একদিকে সরকারের মেয়াদ শেষ হতে চলছে অন্যদিকে মোটা অংকের উৎকোচ বিনিময় যে হয়েছে তা জায়েজ করার জন্যই এই শিক্ষক নিয়োগ সম্পূর্ণ করতে চাইছে। শিক্ষক নিয়োগ নিয়ে কয়েক কোটি টাকার নিয়োগ বাণিজ্য হয়েছে বলেও ঐ নেতাদের বক্তব্য।