ঢাকা | এপ্রিল ৫, ২০২৫ - ২:৩৫ পূর্বাহ্ন

শিরোনাম

খাগড়াছড়িতে দেশীয় অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার

  • আপডেট: Sunday, March 16, 2025 - 1:32 pm
খাগড়াছড়ি প্রতিনিধি।। খাগড়াছড়ির মাটিরাঙ্গায় দেশীয় অস্ত্র সহ দুর্ধর্ষ দুই ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে মাটিরাঙা থানার ওসি মো. তৌফিকুল জানান, উপজেলার মুসলিম পাড়ার একটি বাড়িতে অভিযান চালিয়ে শনিবার রাতে দুই ডাকাতকে গ্রেপ্তার করেন তারা।
গ্রেপ্তারর যারা হলেন- নাঈম আল সুলতান ও মো. ইউসুফ প্রকাশ কালা।
পুলিশ বলছে, তাদের বিরুদ্ধে নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার বিভিন্ন থানায় অস্ত্র, ডাকাতি, চুরি ও মাদকসহ আটটি মামলা রয়েছে।
ওসি তৌফিকুল বলছে, “গত ৪ মার্চ গভীররাতে মাটিরাঙ্গা পৌরসভার ২ ওয়ার্ডে মোহাম্মদ মঞ্জুর ইসলাম নামের এক ব্যক্তির বসতঘরে প্রবেশ করে ডাকাতরা। পরে তারা দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে নগদ টাকাসহ বিভিন্ন মালামাল লুট করে।
এ ঘটনায় মঞ্জুর বাদী হয়ে মামলা করলে ডাকাতদের ধরতে অভিযান শুরু করে পুলিশ। এক পর্যায়ে দুই ডাকাতকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত চাকু, চাপাতি, হাসুয়া জব্দ করা হয়েছে।
এছাড়া ডাকাতি হওয়া মালামালের মধ্যে চারটি মোবাইল ও নগদ ৩৫ হাজার টাকা উদ্ধার করা হয়ছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
এমন ঘটনায় বাংলাদেশ পুলিশকে ধন্যবাদ জানিয়ে এলাকাবাসীরা জানান,  পুলিশ আছে বলেই আমরা এখনো স্বস্ততে আছি। পুলিশ ডাকাত দ্রুত আইনের আওতায় না আনলে আমরা সাধারণ মানুষ সবসময়ই আতংকে থাকা লাগতো।