খাগড়াছড়িতে চোলাইমদসহ আটক ২, গাড়ি জব্দ
খাগড়াছড়ি থেকে মো.আকতার হোসেন।।
খাগড়াছড়িতে পাচারকালে চোলাই মদসহ দুইজনকে আটক করেছে ডিবি পুলিশ। এসময় পাচারকাজে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়েছে।
শনিবার (২৭ জানুয়ারি) দুপুরে জেলা সদেরর কৈবল্যপীট এলাকা থেকে তাদের আটক করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হচ্ছে জানিয়েছে পুলিশ।
আকটকৃত মোবারক হোসেন ও নাসির উদ্দীন খাগড়াছড়ি দীঘিনালা উপজেলার বাসিন্দা।
খাগড়াছড়ি ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান জানান, পিকআপে করে কৌশলে চোলাই মদ বহন করে চট্টগ্রাম নিয়ে যাওয়া হবে এমন তথ্যের ভিত্তিতে চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় জেলা সদেরর চেঙ্গী ব্রিজ সংলগ্ন মহাসড়কের উপর সন্দেহ হওয়ায় একটি মালবাহী পিকআপ দাঁড় করিয়ে জিজ্ঞসাবাদ করা হলে চোলাই মদের সন্ধান মেলে। পরে ২৫টি কন্টেইনার ভর্তি এক হাজার ৪০ লিটার মদসহ গাড়ির চালক, হেল্পারকে আটক করা হয়। জব্দ করা হয়েছে গাড়িটিও।
পিকআপে করে নিচে কন্টেইনার ভর্তি চোলাই মদ ও উপরে ভূষি ভর্তি বস্তা বোঝাই করে একটি চক্র নিয়মিত চোলাই মদ চট্টগ্রামসহ বিভিন্ন স্থানে পাচার করে আসছিলো বলেও জানিয়েছেন ডিবি ওসি মো. শামসুজ্জামান।