খাগড়াছড়িতে খুচরা সার বিক্রেতা আইডি কার্ডধারীদের বহাল রাখার দাবিতে মানববন্ধন

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি ।
খুচরা সার বিক্রেতা আইডি কার্ডধারীদের বহাল রাখা এবং টি.ও. লাইসেন্স প্রদানের দাবিতে মানববন্ধন করেছে খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, খাগড়াছড়ি পার্বত্য জেলা শাখা।
বুধবার (২২ অক্টোবর ২০২৫) সকাল ১১টায় খাগড়াছড়ি প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে আইডি কার্ডধারী খুচরা বিক্রেতারা কৃষকদের কাছে সরকারি নির্ধারিত মূল্যে সার বিক্রি করে আসছেন। অথচ নতুন নীতিমালায় তাদের বাদ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে, যা অযৌক্তিক ও কৃষকদের স্বার্থবিরোধী। তারা বলেন, এ সিদ্ধান্ত বাস্তবায়িত হলে সার সরবরাহ ব্যবস্থায় বিশৃঙ্খলা সৃষ্টি হবে এবং কৃষকরা ক্ষতিগ্রস্ত হবেন।
বক্তারা দ্রুত টি.ও. লাইসেন্স প্রদান এবং আইডি কার্ডধারী খুচরা বিক্রেতাদের বহাল রাখার দাবি জানান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের জেলা সভাপতি কনক ব্রত ত্রিপুরা, মো. সিরাজ, সাধারণ সম্পাদক দুলাল চন্দ্র মজুমদার, দিঘীনালা উপজেলা সভাপতি সুসময় চাকমাসহ অন্যান্য নেতৃবৃন্দ।
মানববন্ধন শেষে সংগঠনের পক্ষ থেকে জেলা প্রশাসকের মাধ্যমে কৃষি মন্ত্রণালয়ের সচিব বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।