খাগড়াছড়িতে এনসিপির জেলা নেতাদের দলত্যাগ, বিএনপিতে যোগ দিল তিন শতাধিক নেতাকর্মী
আরিফুল ইসলাম মহিন , খাগড়াছড়ি প্রতিনিধি :
খাগড়াছড়িতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের বিএনপিতে যোগদানকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তীব্র হয়েছে। এর আগে জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া অভিযোগ করেন, এনসিপি ৩০টি আসনের বিনিময়ে স্বাধীনতাবিরোধী শক্তির কাছে নিজেদের আত্মসমর্পণ করেছে। তাঁর এই বক্তব্যের পরপরই এনসিপির একাংশের নেতাকর্মীরা বিএনপিতে যোগ দেন।
সোমবার (৫ জানুয়ারি) বিকেলে খাগড়াছড়ি শহরের আদালত সড়কে জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১৯ জন পদধারী নেতাসহ তিন শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগদান করেন।
জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অনিমেষ চাকমা রিংকুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া।
নবাগত নেতাকর্মীদের স্বাগত জানিয়ে তিনি বলেন, পাহাড়ি অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে একসঙ্গে ভূমিকা রাখতে হবে।
বিএনপিতে যোগদানকারীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন এনসিপির জেলা সাংগঠনিক সম্পাদক বিপ্লব ত্রিপুরা, যুগ্ম সদস্যসচিব আবদুর রহমান সায়াদ, নিরুপম চাকমা, রুপালী ত্রিপুরা, জুলাই গণ-অভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আদনান মাহিনসহ জেলা কমিটির মোট ১৯ জন পদধারী নেতা। এছাড়া জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত তিন শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দেন।
অনুষ্ঠানে নবাগত নেতাকর্মীরা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ও দলটির মনোনীত প্রার্থী ওয়াদুদ ভূইয়ার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।











