খাগড়াছড়িতে ইউপিডিএফ পরিচয়ে চাঁদাবাজি: যুবক গ্রেপ্তার, সহযোগী পলাতক

খাগড়াছড়ি প্রতিনিধি।। খাগড়াছড়িতে ইউপিডিএফ সদস্য পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা দাবির অভিযোগে মোঃ রিয়াজ উদ্দিন (৩৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি দিঘীনালা উপজেলার শান্তিনগর এলাকার মৃত মোশারফ হোসেনের ছেলে।
পুলিশ জানায়, গত ৫ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৫টার দিকে সদর উপজেলার ঠাকুরছড়া পিটিআই এলাকায় এক ব্যবসায়ীর ফোনে কল দিয়ে নিজেকে ইউপিডিএফ সদস্য পরিচয় দেন অজ্ঞাত এক ব্যক্তি। তিনি ব্যবসায়ীর কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন। ভয়ে ব্যবসায়ী প্রথমে নগদ নম্বরে ৪ হাজার টাকা পাঠালেও পরে সন্দেহ হলে বিষয়টি খতিয়ে দেখেন।
এসময় জানা যায়, প্রেরিত অর্থ খাগড়াছড়ি পানখাইয়া পাড়া এলাকার মোঃ সৈকতের নগদ অ্যাকাউন্টে জমা হয়েছে। ব্যবসায়ী সৈকতের সঙ্গে যোগাযোগ করলে তিনি ঘটনার সঙ্গে রিয়াজ উদ্দিনের সম্পৃক্ততার কথা জানান। এ সূত্র ধরে স্থানীয়দের সহায়তায় গত ৭ সেপ্টেম্বর রাতে খাগড়াছড়ি খেজুর বাগান মসজিদের সামনে থেকে রিয়াজ উদ্দিনকে আটক করা হয়। তবে তার সহযোগী সৈকত পালিয়ে যায়।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিয়াজ উদ্দিন প্রতারণার মাধ্যমে টাকা আদায়ের বিষয়টি স্বীকার করেছেন। দীর্ঘদিন ধরে তিনি ইউপিডিএফ পরিচয়ে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় ও প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ করে আসছিল বলে জানা গেছে।
খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বাতেন মৃধা জানান, আটক রিয়াজ উদ্দিনের বিরুদ্ধে সদর থানায় মামলা নং-০২, জিআর-৮০, ধারা ৩৮৫/৪০৬/৪২০/৩৪ পেনাল কোডে মামলা দায়ের করা হয়েছে। মামলার তদন্ত চলমান রয়েছে এবং আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।