ঢাকা | সেপ্টেম্বর ৬, ২০২৫ - ১০:৪২ অপরাহ্ন

শিরোনাম

খাগড়াছড়িতে অপহৃত স্কুলছাত্র আল রাফি মামলায় আরও এক আসামি গ্রেপ্তার

  • আপডেট: Saturday, September 6, 2025 - 1:26 pm

 খাগড়াছড়ি প্রতিনিধি।। খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী আল রাফি অপহরণ মামলার পলাতক আসামি মো. মনিরকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলার টিঅ্যান্ডটি পাহাড় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বাতেন মৃধা।

তিনি জানান, মনির এ মামলার এজাহারভুক্ত আসামি। এর আগে একই মামলার আরও দুই আসামি বাদশা মিয়া ও কামরুল ইসলামকে সেনাবাহিনী ও পুলিশ গ্রেপ্তার করেছে। তবে ঘটনার মূলহোতা মালেক মিয়া ওরফে মালু এখনো পলাতক রয়েছে।

প্রসঙ্গত, গত রোববার (৩১ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে জেলা শহরের চেঙ্গী স্কয়ার এলাকা থেকে আল রাফিকে অপহরণ করা হয়। খবর পেয়ে সেনাবাহিনী উদ্ধার অভিযানে নামে। ওইদিন বিকাল সাড়ে ৫টার দিকে পানছড়ি আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মাহফুজুল ইসলামের নেতৃত্বে মোল্লাপাড়া ব্রিজ সংলগ্ন এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

এ ঘটনায় অপহৃত শিশুর মামা বাদী হয়ে চারজনকে আসামি করে খাগড়াছড়ি সদর থানায় মামলা দায়ের করেন।