ক্ষমতার পরিবর্তন হাওয়ায় শেয়ারবাজারে সূচকে লাফ
নিজস্ব প্রতিবেদক।। ছাত্র-জনতার গণ আন্দোলনে ক্ষমতার পালা বদলের পর প্রথম দিন দেশের বড় পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন চলছে ঊর্ধ্বমুখী সূচক নিয়ে।
প্রধান সূচক ডিএসইএক্সে ৫ হাজার ২২৯ পয়েন্ট নিয়ে মঙ্গলবার সকাল ১০টায় শুরু হয়। সোয়া দুই ঘণ্টায় সূচকে যোগ হয় ১৯৮ পয়েন্ট।
গত সপ্তাহে নেতিবাচক ধারা থেকে ফিরতে শুরু করেছিল পুঁজিবাজার। ছাত্র আন্দোলনের মধ্যে কারফিউ শিথিল করলেও লেনদেনে বিনিয়েগাকারীদের উৎসাহ ছিল কম।
রোববার শেষ কার্যদিবসে ২০৭ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল এ বাজারে, সূচক পড়েছিল ১০৪ পয়েন্ট। আগের সপ্তাহে লেনদেনে খরা আর সূচক বড় উত্থান পতন ছিল।
একদিন বন্ধ থাকার পরে মঙ্গলবার সকাল লেনদেন শুরু হলে সোয়া দুই ঘণ্টায় শেয়ার হাতবদল হয় ৫৫০ কোটি কোটি টাকার ওপরে। আগের কয়েকদিন লেনেদন ছিল ১৪৮ থেকে ২০০ কোটি টাকার মধ্যে।
মঙ্গলবার বেশিরভাগ শেয়ারের দাম বেড়েছে। লেনদেনে আসা ৩৯৫ প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ৩৪৫টির, দর হারিয়েছে ৩৮টির, আগের দরে লেনদেন করছে ৯টির।
ডিএসই জানিয়েছে, লেনদেন চলবে বেলা ২টা ২০ মিনিট পর্যন্ত, পরবর্তী ১০ মিনিট থাকে পোস্ট ক্লোজিং সেশন।