ঢাকা | জানুয়ারী ২৫, ২০২৬ - ৪:৫৮ পূর্বাহ্ন

শিরোনাম

ক্ষমতায় গেলে আন্দোলন লাগবে না, দোরগোড়ায় সেবা পৌঁছে যাবে: জামায়াত আমির

  • আপডেট: Sunday, November 30, 2025 - 5:45 pm

নিজস্ব প্রতিবেদক।। জামায়াতের আমির ডা. শফিকুর রহমান জানিয়েছেন যে, তাঁরা ক্ষমতায় গেলে জনগণের আর আন্দোলনের প্রয়োজন হবে না, সরকার নাগরিকের দোরগোড়ায় সেবা পৌঁছে দেবে।

রোববার (৩০ নভেম্বর) দুপুরে ‘প্রান্তিক পর্যায়ে স্বাভাবিক প্রসব সেবা প্রদানে কমিউনিটি হেলথকেয়ার প্রোভাইডারদের ভূমিকা’ শীর্ষক এক সেমিনারে তিনি এই মন্তব্য করেন।

জামায়াত আমির বলেন, বিগত দিনে সরকার শুধু আশ্বাস দিয়েছে। তবে তাঁরা আশ্বাস নয়, কাজে প্রমাণ করতে চান। একই ভাষায় কথা বলার কথা উল্লেখ করে তিনি সম্মিলিত প্রচেষ্টায় এগিয়ে যাওয়ার ওপর জোর দেন।

তিনি দেশের মানুষকে ভালো উল্লেখ করে বলেন, ‘তবে খারাপ রাজনীতিবিদদের কারণেই দেশে কিছুই হয় না। কিন্তু আমরা মূল ধরে টান দিবো।’

দেশে মানসম্মত শিক্ষাব্যবস্থা নেই জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, মা-বাবা নয়, সন্তান কী নিয়ে পড়াশোনা করবে তা নির্ধারণ করবেন শিক্ষক। তাঁদের টার্গেট হলো সব শিশুকে গড়ে তোলা; যাতে আগামীতে তারা বোঝা নয়, সম্পদ হয়ে উঠবে।

বর্তমানে জাস্টিস পয়সা দিয়ে কিনতে হয় মন্তব্য করে জামায়াত আমির বলেন, এর পরিবর্তন তাঁদেরকেই করতে হবে।

তিনি দৃঢ়তার সাথে বলেন, ‘আমরা সরকারে গেলে কোনো দাবি নিয়ে দফতরে দফতরে ধরনা দিতে হবে না, আন্দোলন করতে হবে না। সরকার তার দোরগোড়ায় সেবা পৌঁছে দেবে।’

এছাড়া, সরকারে না গেলেও জামায়াতের পক্ষ থেকে ১০০ ক্লিনিকে সোলার প্যানেল লাগানোর কথা জানান ডা. শফিকুর রহমান।