ক্রিকেটের সব ফরম্যাট থেকে বিদায় নিলেন ব্রাভো

স্পোর্টস ডেস্ক।। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের চলতি আসর শুরুর আগেই ডোয়াইন ব্রাভো ঘোষণা দেন, দেশের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে এটাই তার শেষ খেলা। ইনজুরির কারণে আগেভাগে বিদায় নিতে হয়েছে ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি স্পেশালিস্টকে। এবার সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন তিনি।
সংযুক্ত আরব আমিরাতের আইএলটি-টোয়েন্টিতে তৃতীয় মৌসুমে ব্রাভোর খেলার কথা। তাকে ধরে রেখেছিল এমআই এমিরেটস। কিন্তু মঙ্গলবার সেন্ট লুসিয়া কিংসের বিপক্ষে খেলায় কুচকির চোট পাওয়ায় সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন।
২০২১ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেন ব্রাভো। টি-টোয়েন্টির ইতিহাসে সর্বোচ্চ উইকেটশিকারি গত বছর আইপিএল থেকেও সরে দাঁড়ান। মনোযোগ দেন কোচিংয়ে, শেষ এক বছরে চেন্নাই সুপার কিংস ও আফগানিস্তান পুরুষ দলের সঙ্গে কাজ করেছেন।
ইনস্টাগ্রামে একটি পোস্টে ব্রাভো বলেছেন, ‘আমার মন চায় চালিয়ে যেতে। কিন্তু আমার শরীর আর ব্যথা, ধকল সইতে পারছে না। আমি নিজেকে এমন অবস্থানে রাখতে পারি না যাতে করে আমার সতীর্থ, আমার ভক্ত ও আমার দলকে অসুবিধায় পড়তে হয়। তাই ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমি আজ খেলা থেকে আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দিচ্ছি, চ্যাম্পিয়ন বিদায় বলে দিলো।’
১৮ বছরের টি-টোয়েন্টি ক্যারিয়ারে আইপিএল, পিএসএল ও বিগ ব্যাশে শিরোপা জিতেছেন ব্রাভো। ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে দুইবারের চ্যাম্পিয়ন। এই সংস্করণে স্বদেশী কিয়েরন পোলার্ডের (৬৮৪) পর দ্বিতীয় সর্বোচ্চ ৫৮২ ম্যাচ খেলে ৬৩১ উইকেট নিয়েছেন তিনি।
সিপিএলে ব্রাভো সবচেয়ে সফল খেলোয়াড়। সব মিলিয়ে পাঁচটি শিরোপা জিতেছেন, তিনটি ত্রিনবাগোর সঙ্গে। তাদের সঙ্গে চতুর্থ ট্রফি জিতে সিপিএল ক্যারিয়ার শেষ করার আশায় তিনি। ২০১৭ ও ২০১৮ সালে ত্রিনবাগোকে টানা দুই শিরোপা জয়ে নেতৃত্ব দেন এবং ২০২১ সালে প্যাট্রিয়টসের প্রথম শিরোপা জয়ী অধিনায়ক ছিলেন।