ঢাকা | আগস্ট ৮, ২০২৫ - ৮:৩৩ অপরাহ্ন

শিরোনাম

ক্যান্টিন স্টাফ রবিউল ইসলামের পিতার মৃত্যুতে ডিআরইউর শোক

  • আপডেট: Friday, August 8, 2025 - 11:54 am

জাগো জনতা অনলাইন: ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ক্যান্টিন স্টাফ মোঃ রবিউল ইসলামের পিতা মোঃ আক্কাছ মোল্লা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ শুক্রবার (০৮ আগস্ট) রাত সাড়ে ৩টায় তিনি ফরিদপুর জেলার বোয়ালমারি উপজেলার সুগন্ধি গ্রামের নিজ বাড়ীতে মারা যান। আজ বাদ জুমা নামাজে জানাজা শেষে ফরিপুরের নিজ গ্রামের কবরস্থানে তাকে দাফন করা হবে।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি তিন ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

রবিউল ইসলামের পিতার মৃত্যুতে ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সংগঠনের সভাপতি আবু সালেহ আকন এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

ডিআরইউ নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।