কেশবপুরে শ্বাসরোধে যুবককে হত্যা

স্টাফ রিপোর্টার।। যশোরের কেশবপুরে তারেক সরদার (২৪) নামে এক যুবককে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল আনুমানিক ৮টা ৩০ মিনিটে কেশবপুর উপজেলার গৌরীঘোনা ইউনিয়নের গৌরীঘোনা গ্রামে বুড়িভদ্রা নদীর পাড়ে এক কৃষকের ওল ক্ষেতের পাশে আইলের উপর তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়।
স্থানীয় জোহর আলী (৫৬) সকালে সিম তুলতে গিয়ে কাত হয়ে পড়ে থাকা মরদেহ দেখে এলাকাবাসীকে খবর দেন। পরে উপস্থিত লোকজন মরদেহ সোজা করে তার পরিচয় শনাক্ত করেন। নিহত তারেক সরদার গৌরীঘোনা গ্রামের মৃত শহিদুল সরদারের পুত্র।
এলাকাবাসী জানিয়েছেন, খবর পেয়ে কেশবপুর থানা পুলিশের তদন্ত পরিদর্শক খাঁন শরিফুল ইসলাম, এসআই মোকলেচুর রহমান ও ভেরচী অস্থায়ী পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই কামরুজ্জামান ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন।
তারা জানান, নিহতের পেটের ডান পাশে ও ডান হাতের কনুইয়ের নিচে থেতলানো জখম, বাম কান দিয়ে রক্ত, নাক দিয়ে সাদা ফেনা এবং গলায় রশি দিয়ে শ্বাসরোধের কালচে দাগ রয়েছে।
নিহতের স্ত্রী রিমা খাতুন জানান, প্রায় পাঁচ বছর আগে তাদের বিয়ে হয়। তারা খুলনা জেলার ডুমুরিয়ায় ভরাতিয়া সরকারি আবাসনে বসবাস করতেন। তারেক পেশায় একজন টিউবওয়েল স্থাপন শ্রমিক এবং মাঝে মাঝে ভ্যান চালাতেন। গত ১৩ আগস্ট বিকেল ৪টার দিকে তিনি স্ত্রীর কাছে জানান, কারও কাছ থেকে টাকা আনতে যাচ্ছেন। এরপর তিনি আর বাড়ি ফেরেননি এবং তার মোবাইল ফোন বাড়িতেই রেখে যান। পরদিন সকালে তার মরদেহ উদ্ধার হয়।
এ ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করা যায়নি। পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্তাধীন এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।