ঢাকা | অক্টোবর ৬, ২০২৫ - ৩:২১ পূর্বাহ্ন

শিরোনাম

কৃত্রিম অক্সিজেন ছাড়া মানাসলু জয় করে ইতিহাস গড়লেন চট্টগ্রামের বাবর আলী

  • আপডেট: Friday, September 26, 2025 - 12:30 pm

নিজস্ব প্রতিবেদক।

বিশ্বের অষ্টম উচ্চতম পর্বত মাউন্ট মানাসলু (২৬,৭৮১ ফুট) জয় করে ইতিহাস গড়লেন বাংলাদেশের স্বনামধন্য পর্বতারোহী ডা. বাবর আলী। তিনি প্রথম বাংলাদেশি হিসেবে কৃত্রিম অক্সিজেন ছাড়াই এ সাফল্য অর্জন করেন। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ভোর ৪টা ৪৫ মিনিটে তিনি চূড়া স্পর্শ করেন। একই অভিযানে বাংলাদেশি আরেক পর্বতারোহী তানভীর আহমেদ ভোর ৩টা ৪০ মিনিটে শীর্ষে পৌঁছান।

‘মানাসলু অ্যাসেন্ট: ভার্টিক্যাল ডুয়ো’ শীর্ষক এই অভিযানের আয়োজন করে পর্বতারোহণ ক্লাব ভার্টিক্যাল ড্রিমার্স। ক্লাবটির সভাপতি ও অভিযানের ব্যবস্থাপক ফরহান জামান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, একই দিনে বিশ্বের অষ্টম শীর্ষ পর্বতে দুইবার উড়ল লাল-সবুজের পতাকা।

ডা. বাবরের এটি চতুর্থ আটহাজারি জয়। এর আগে তিনি এভারেস্ট-লোৎসে ও অন্নপূর্ণা-১ শৃঙ্গে সফলতা পেয়েছেন। অন্যদিকে তানভীরের এটি প্রথম আটহাজারি শৃঙ্গ অভিযান। প্রাতিষ্ঠানিক মাউন্টেনিয়ারিং কোর্স ছাড়াই কেবল ইচ্ছাশক্তি ও সীমিত অনুশীলনের মাধ্যমে তিনি এই সাফল্য অর্জন করেন।

দুই পর্বতারোহী গত ৫ সেপ্টেম্বর নেপালে পৌঁছে বিভিন্ন ক্যাম্প অতিক্রম করে মানিয়ে নেওয়ার পর্ব শেষ করেন। ২৪ সেপ্টেম্বর তাঁরা ক্যাম্প-৪ (৭৪০০ মিটার) থেকে শীর্ষ অভিযানে নামেন এবং ২৬ সেপ্টেম্বর ভোরে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করেন। অভিযানে তাঁদের সাথে গাইড হিসেবে ছিলেন বীরে তামাং ও ফূর্বা অংডি শেরপা।

ডা. বাবর আলী চট্টগ্রামের হাটহাজারির সন্তান এবং তানভীর আহমেদ কিশোরগঞ্জের বাসিন্দা। দুজনেই ভার্টিক্যাল ড্রিমার্স ক্লাবের কর্মকর্তা। ফরহান জামান আশা প্রকাশ করেন, পর্যাপ্ত পৃষ্ঠপোষকতা পেলে বাবর ১৪টি আটহাজারি জয় এবং তানভীরেরও নতুন উচ্চতায় পৌঁছানো সম্ভব হবে।

এ অর্জন বাংলাদেশের পর্বতারোহণ ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করেছে।