ঢাকা | জুলাই ৭, ২০২৫ - ৮:৫৮ অপরাহ্ন

শিরোনাম

কুয়ালালামপুরে শুরু হচ্ছে ৫৮তম আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন, আমন্ত্রিত বাংলাদেশ

  • আপডেট: Monday, July 7, 2025 - 2:58 pm

জাগোজনতা প্রতিবেদন : আন্তঃআঞ্চলিক কূটনীতির গুরুত্বপূর্ণ একটি আয়োজন হিসেবে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে আগামী মঙ্গলবার, ৮ জুলাই থেকে শুরু হচ্ছে ৫৮তম আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন (AMM)। চার দিনব্যাপী এই সম্মেলন চলবে ১১ জুলাই পর্যন্ত।

বাংলাদেশ আসিয়ান বা আসিয়ান প্লাস গোষ্ঠীর সদস্য না হলেও, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার ভূরাজনৈতিক কৌশলগত অবস্থান বিবেচনায় এবারের সম্মেলনে বিশেষ আমন্ত্রণে অংশ নিচ্ছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হাসান। আয়োজক মালয়েশিয়ার তরফ থেকে এই আমন্ত্রণকে দেখা হচ্ছে আঞ্চলিক সহযোগিতা জোরদারের এক ইতিবাচক বার্তা হিসেবে।

বাংলাদেশের অংশগ্রহণ এই সম্মেলনে বিশেষ তাৎপর্য বহন করছে। সম্প্রতি মালয়েশিয়ায় জঙ্গিবাদে জড়িত থাকার অভিযোগে আটক ৩৬ জন বাংলাদেশি নাগরিক, দেশটিতে বসবাসরত অবৈধ অভিবাসীদের বৈধকরণ প্রক্রিয়া, এবং দীর্ঘদিন ধরে বন্ধ থাকা মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালুর সম্ভাবনা—এই সব গুরুত্বপূর্ণ ইস্যুতে বাংলাদেশ তার অবস্থান তুলে ধরার সুযোগ পাবে এই কূটনৈতিক মঞ্চে।

এই সম্মেলনে অংশগ্রহণের জন্য ইতোমধ্যেই কুয়ালালামপুরে পৌঁছাতে শুরু করেছেন আসিয়ান ও আসিয়ান প্লাস গোষ্ঠীর সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা। অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে রয়েছে চীন, জাপান, রাশিয়া, তুরস্কসহ অন্যান্য আঞ্চলিক ও বৈশ্বিক প্রভাবশালী রাষ্ট্র।

সম্মেলনে আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা, অভিবাসন, জলবায়ু পরিবর্তন, অর্থনৈতিক সংযোগ ও প্রযুক্তিগত সহযোগিতাসহ বেশ কয়েকটি বহুমাত্রিক বিষয় আলোচনার কেন্দ্রে থাকবে বলে জানা গেছে।

বিশ্লেষকরা মনে করছেন, আন্তর্জাতিক কূটনীতিতে বাংলাদেশের সক্রিয়তা ও উপস্থিতি আরও সুদৃঢ় করার একটি সুযোগ এনে দিয়েছে এই সম্মেলন। একই সঙ্গে মালয়েশিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক পুনরায় জোরদার করার ক্ষেত্রেও এটি একটি কৌশলগত প্ল্যাটফর্ম।