কুতুবদিয়ার সৈকতজুড়ে অসংখ্য মৃত কচ্ছপ
কুতুবদিয়া (কক্সবাজারে) প্রতিনিধি।
কক্সবাজারের কুতুবদিয়ার সমুদ্র সৈকতজুড়ে অসংখ্য বিরল প্রজাতির সামুদ্রিক মৃত কচ্ছপ পড়ে থাকতে দেখা গেছে। এসব মৃত কচ্ছপ সৈকতের বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। রোববার (২৮ ডিসেম্বর) বিকেলে সৈকতে ঘুরাফেরার সময় মৃত কচ্ছপগুলো চোখে পড়ে।
উপজেলার বড়ঘোপ সমুদ্র সৈকতের মূল স্থান থেকে দক্ষিণাংশে মাতবর পাড়ার মসজিদের পশ্চিম সংলগ্ন অংশে এসব মৃত কচ্ছপ দেখা যায়। সেখানে বেশ বড় আকারের ৫টি মৃত কচ্ছপ দেখতে পান কুতুব আউলিয়া শামসুল উলুম আজিজিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক শরীফ মোহাম্মদ তোহা। তার ধারণা মতে, কচ্ছপগুলো ডিম দিতে এসে জেলেদের জাল ও নৌকার আঘাত এবং সৈকতে কুকুরের আক্রমণে মারা গেছে।
স্থানীয়রা জানিয়েছেন, কুতুবদিয়ার সৈকতজুড়ে অসংখ্য মৃত কচ্ছপ দেখা যাচ্ছে। দ্বীপের দক্ষিণ-পশ্চিম থেকে উত্তর-পশ্চিমাংশের সৈকতজুড়ে অন্তত ১৫–২০টি মৃত কচ্ছপ রয়েছে, যেগুলো ডিম দিতে এসে একদল কুকুরের হামলার শিকার হয়েছে। ডিম পাড়তে আসা কচ্ছপদের নিরাপত্তার জন্য সৈকত থেকে কুকুর বিতাড়িত করার দাবি জানিয়েছেন তারা।
চট্টগ্রাম থেকে আসা পর্যটক ইলিয়াস আলী, আমজাদ হোসেনসহ অনেকেই জানিয়েছেন, সৈকতে মৃত কচ্ছপগুলো কুকুর খাচ্ছে। ফলে পচা দুর্গন্ধে পরিবেশ নষ্ট হচ্ছে। এতে তাদের মতো আগত পর্যটকদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
পর্যটকদের সুবিধার্থে মৃত কচ্ছপের বিষয়টি খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বড়ঘোপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ. ন. ম. শহীদ উদ্দিন ছোটন।
এদিকে, সাগরে জেলেদের জাল ও সৈকতে কুকুরের আক্রমণে এসব কচ্ছপ মারা যাচ্ছে। এ বিষয়ে পরিবেশ অধিদপ্তরের সঙ্গে কথা বলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা।











