ঢাকা | অক্টোবর ১৪, ২০২৫ - ৯:৩৪ অপরাহ্ন

শিরোনাম

কুতুবদিয়ায় পাঁচ হাজারের বেশি নিবন্ধিত জেলে পাচ্ছেন না সরকারি সহায়তা

  • আপডেট: Tuesday, October 14, 2025 - 6:11 pm

কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি।
সাগরে মা ইলিশ সংরক্ষণে মাছ ধরার ২২ দিনের নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার। ইতোমধ্যে দুঃখ-কষ্টে জেলেরা কোনো সহায়তা ছাড়া ১০ দিন কাটিয়েছেন। তাঁদের অভিযোগ, প্রকৃত জেলেরা বাদ পড়ছেন, অথচ অন্যরা সুবিধাভোগী হচ্ছেন। আবার প্রকৃত জেলেরা সরকারের ২২ দিনের নিষেধাজ্ঞাকালে ২৫ কেজি চাল পেলেও তা পর্যাপ্ত নয়। তবে এবারে কুতুবদিয়ার অর্ধেকের বেশি নিবন্ধিত জেলে এ সহায়তা থেকে বঞ্চিত।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কুতুবদিয়া উপজেলায় পঁয়ত্রিশ হাজার জেলে থাকলেও নিবন্ধিত জেলের সংখ্যা ১০ হাজার ৯৫৯ জন। কিন্তু তাঁদের মধ্যে ৫ হাজার ৩৬০ জন নিবন্ধিত জেলেকে ভিজিএফ কর্মসূচির আওতায় ২৫ কেজি করে চাল দেওয়া হচ্ছে। ফলে অর্ধেকের বেশি নিবন্ধিত জেলে এ সরকারি সহায়তা থেকে বঞ্চিত।

আলী আকবর ডেইল ইউনিয়নের সরওয়ার আলম, আব্দুল খালেকসহ অনেকে জানিয়েছেন, নিষেধাজ্ঞার সময়ে নিবন্ধিত জেলেদের সরকারের পক্ষ থেকে ২৫ কেজি করে চাল দেওয়া হয়। কিন্তু একটি পরিবারে শুধু মাত্র চাল দিয়ে কিছুই হয় না। আনুষঙ্গিক অনেক কিছুই তো লাগে। তাই এ নিষেধাজ্ঞার সময়ে কীভাবে সংসার চলবে, সেই দুশ্চিন্তায় পড়েছেন জেলেরা।

লেমশীখালী ইউনিয়নের জাহাঙ্গীর আলম, আব্দুল জলিল, মাহমুদুল করিমসহ অনেকে জানিয়েছেন, নিবন্ধিত জেলে হয়েও সরকারি সহায়তা পাচ্ছেন না। তাঁদের জন্য সরকারি বরাদ্দ আসেনি। ফলে চাল না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন প্রকৃত জেলেরা।

উত্তর ধূরুং ইউনিয়নের মো. কালু, ফজল করিমসহ অনেকে জানিয়েছেন, তাঁরা জেলে পেশার সঙ্গে জড়িত প্রায় ৩০ বছর। এ পেশার ওপর নির্ভরশীল তাঁদের পরিবার। কিন্তু তাঁরাই সরকারিভাবে নিবন্ধিত হতে পারেননি। ফলে কোনো সময় চাল পান না এসব প্রকৃত জেলেরা।

কুতুবদিয়া উপজেলা মেরিন ফিশারিজ কর্মকর্তা মো. নাজমুস সাকিব জানিয়েছেন, দ্বীপের নিবন্ধিত জেলের সংখ্যা ১০ হাজার ৯৫৯ জন। এর মধ্যে ৫ হাজার ৩৬০ জেলের মাঝে সরকারি খাদ্য সহায়তা হিসেবে ১৩৪ মেট্রিক টন চাল বিতরণের কার্যক্রম চলছে। ইতোমধ্যে কয়েকটি ইউনিয়নে জেলেদের চাল বিতরণ সম্পন্ন হয়েছে। তবে সরকারি বরাদ্দ সীমিত থাকায় নির্ধারিত সংখ্যক জেলেকেই সহায়তা দেওয়া সম্ভব হচ্ছে বলে জানান তিনি।