কুতুবদিয়ায় নৌবাহিনীর অভিযানে ১১ নৌকা আটক, ৭৬০ মণ মাছ নিলামে

কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি।
বঙ্গোপসাগরে অবৈধ জাল ও মাছসহ ১১টি নৌকা আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। গত শুক্রবার কুতুবদিয়ার অদূরে বঙ্গোপসাগরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে টহলকালে নৌবাহিনীর জাহাজ “বানৌজা শহীদ দৌলত” এই ১১টি মাছ ধরার নৌকা আটক করে। পরে, রাত সাড়ে ৯টার দিকে জব্দকৃত নৌকা, জাল ও ৭৬০ মণ মাছসহ জেলেদের কুতুবদিয়া উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তর করেন।
এদিকে, হস্তান্তরের পর দ্বীপের আলী আকবর ডেইল ইউনিয়নের পূর্ব তবলরচর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ক্যাথোয়াইপ্রু মারমা। তিনি সাগরে মা ইলিশ সংরক্ষণের আইন অমান্যকারী নৌকা মালিকদের ৩ হাজার টাকা করে মোট ৩৩ হাজার টাকা অর্থদণ্ড এবং ৭৬০ মণ লইট্টাসহ বিভিন্ন প্রজাতির মাছ প্রকাশ্যে নিলাম দেন। এতে ১৪ লাখ ৯০ হাজার টাকায় মাছগুলো বিক্রি করা হয়।
এসময় ৫০টি জব্দকৃত বেহুন্দি জাল আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়েছে। অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা নাজমুস সাকিব, কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান হোসেন সহ যৌথবাহিনীর একটি দল উপস্থিত ছিলেন।