ঢাকা | সেপ্টেম্বর ১৯, ২০২৪ - ৭:০৩ পূর্বাহ্ন

কিছু রাজনৈতিক দল প্রতিবেশী দেশের ফাঁদে পা দিয়েছে: তারেক রহমান

  • আপডেট: Sunday, September 8, 2024 - 2:30 pm

জাগো জনতা অনলাইন।। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘স্বৈরাচারের পতন হয়তো হয়েছে, কিন্তু ষড়যন্ত্র এখনও অব্যাহত রয়েছে। সব ষড়যন্ত্রের বিষদাঁত ভেঙে দিয়ে জাতীয়তাবাদী সব শক্তিকে সঙ্গে নিয়ে মানুষের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠা করা হবে।’

রবিবার (৮ সেপ্টেম্বর) বিকালে সাতক্ষীরার কলা‌রোয়া হাইস্কুল ফুটবল মাঠে কলা‌রোয়া উপজেলা ও পৌর বিএন‌পি আ‌য়ো‌জিত সমাবেশে ভার্চুয়া‌লি যুক্ত হ‌য়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, ‘প্রতি‌বেশী দে‌শের ফাঁদে পা দি‌য়ে কিছু রাজনৈতিক দল বিভ্রান্ত হ‌য়ে কিছু কথা বলেছেন। এ জন্য আমা‌দের সজাগ থাক‌তে হবে। গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার ফিরে না পাওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন চলবে।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘দে‌শের ভেতরে ও বাইরে যারা কলকাঠি নাড়ছে, তারা চায় না দেশে গণতন্ত্র ফি‌রে আসুক। এক যুগেরও বেশি সময় ধ‌রে সমগ্র বাংলাদেশের মানুষ নির্যাতিত হ‌য়ে‌ছে। কলা‌রোয়া সাতক্ষীরার মানুষ এর প্রমাণ। দুই যুগ ধ‌রে আন্দোলনের মাধ্যমে দেশ স্বৈরাচারমুক্ত হ‌য়ে‌ছে।’

‌দে‌শের সম্ভাবনা‌কে কাজে লাগা‌তে জনগ‌ণের সরকার দরকার উল্লেখ করে তিনি বলেন, ‘জনগ‌ণের সরকার প্রতিষ্ঠা কর‌তে গেলে রাস্তা এক‌টি। এ জন্য আন্দোলন কর‌তে গি‌য়ে বিএন‌পির লাখ লাখ মানুষ খুন, গুম ও মামলার শিকার হ‌য়ে‌ছে। স্বৈরাচার পালিয়েছে। কিন্তু জনগ‌ণের রাজৈ‌নিতক অধিকার এখনও অর্জিত হয়নি। এ জন্য আমা‌দের আন্দোলন এখনও শেষ হয়নি। যতক্ষণ পর্যন্ত জনগ‌ণের সরকার প্রতিষ্ঠা না হবে ততক্ষণ পর্যন্ত বিএন‌পির আন্দোলন চলবে।’

সমাবেশে ‌বিএন‌পির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক, সাবেক এম‌পি ও সদ্য কারামুক্ত নেতা হাবিবুল ইসলাম হাবিবের সভাপতিত্বে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খা‌লেক, খুলনা বিভাগীয় সহসাংগঠ‌নিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, ‌বিএন‌পি চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শামসু‌দ্দিন দিদার, জাতীয় নির্বাহী কমি‌টির সদস্য ডা. শ‌হিদুল আলম, সাবেক এম‌পি কাজী আলাউদ্দীন, শাহানারা আক্তার বকুল, সাতক্ষীরা জেলা বিএন‌পির যুগ্ম আহ্বায়ক তা‌রিকুল হাসান, আইনুল ইসলাম নান্টা প্রমুখ।