কালীগঞ্জে লিচু গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
মো. হাবিবুর রহমান, কালীগঞ্জ।। ঝিনাইদহের কালীগঞ্জে সড়কের পাশে একটি লিচু গাছে ঝুলন্ত অবস্থায় অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ শনিবার দুপুরে কালীগঞ্জ-নলডাঙ্গা সড়কের গুঞ্জনগর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, সড়কের পাশে নিহত যুবকের ঝুলন্ত মরদেহ দেখে স্থানীয়রা পুলিশকে জানায়। পরে কালীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
পুলিশ জানায়, নিহত যুবকের বয়স আনুমানিক ২০ থেকে ২৫ বছর। তবে এখনো পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা যায়নি।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন জানান, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে।











