ঢাকা | এপ্রিল ২৫, ২০২৫ - ৬:৩৩ অপরাহ্ন

কালিয়ায় একরাতে দুই বাড়িতে চুরি

  • আপডেট: Saturday, November 11, 2023 - 8:32 am

কালিয়া(নড়াইল)প্রতিনিধি।। কালিয়া উপজেলার নড়াগাতি থানার বাগুডাঙ্গা গ্রামে গত শুক্রবার রাতে এক নৌ-বাহিনীর সদস্যের বাড়িসহ দুই বাড়িতে দু:সাহসিক চুরি সংগঠিত হয়েছে। বাড়ির মালিকদের অনুপস্থিতির সুয়োগে অঞ্জাতনামা চোরেরা পর্যায়ক্রমে এইসব বাড়িতে হানা দিয়ে প্রায় ৩ লাখ টাকার মালামাল নিয়ে পালিয়ে যায় বলে ক্ষতিগ্রস্থদের স্বজনরা অভিযোগ করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, বাগুডাঙ্গা গ্রামের নৌ-বাহিনীর সদস্য মো. তৌহিদুল ইসলাম শাওন ও শেখ আবুল কালাম আজাদ পেশাগত কারনে পরিবারসহ বাড়িতে না থাকায় তাদের বসতঘর তালাবদ্ধ অবস্থায় ছিল। বাড়িতে লোকজন না থাকার সুযোগে শুক্রবার রাতের কোন এক সময় অঞ্জাত নামা চোরেরা হানা দিয়ে ঘরের ক্লপসিপল গেটের তালা ভেঙে ভিতরে ঢুকে তৈৗহিদুল ইসলামের বাড়ি থেকে প্রায় ২ লক্ষাধিক টাকার মালামাল ও আবুল কালামের বাড়ি থেকে লক্ষাধিক টাকার মালামাল নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে। গতকাল শনিবার সকালে নড়াগাতি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

তৌহিদুল ইসলামের ভাই মো. সাজিদুল ইসলাম শোভন বলেছেন, চুরির ঘটনায় তারা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

নড়াগাতি থানার এসআই মো. মফিজ মোল্যা বলেছেন, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। উর্দ্ধতন কতৃপক্ষের সাথে আলোচনা সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

Proudly Designed by: Softs Cloud