ঢাকা | জানুয়ারী ১২, ২০২৬ - ১:০৫ পূর্বাহ্ন

শিরোনাম

কাপ্তাই ৪১ বিজিবির উদ্যোগে দুর্গম এলাকায় শীতবস্ত্র বিতরণ

  • আপডেট: Sunday, January 11, 2026 - 6:00 pm

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি।
শীত মৌসুমে মানবিক সহায়তা ও সামাজিক দায়িত্ববোধের অংশ হিসেবে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি)-এর সার্বিক ব্যবস্থাপনায় রোববার (১১ জানুয়ারি) ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ দুর্গম পার্বত্য এলাকা জুরাছড়ি উপজেলার আওতাধীন অদয়াবাবছড়া, পানকাটা, কচুতলী ও জামাইছড়ীতে বসবাসরত অসহায়, দুঃস্থ ও শীতার্ত জনগণের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
উক্ত এলাকায় বসবাসরত পাহাড়ি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও বাঙালি জনগোষ্ঠীর মধ্যে শীত মৌসুমে কষ্ট লাঘবের লক্ষ্যে এই কর্মসূচির আয়োজন করা হয়।
এ সময় কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল কাওসার মেহেদী, সিগন্যালস্ উপস্থিত থেকে প্রত্যন্ত ও যোগাযোগবিচ্ছিন্ন পার্বত্য অঞ্চলের মোট ১৫০ (একশত পঞ্চাশ)টি পরিবারের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেন।
শীতবস্ত্র বিতরণ কার্যক্রম চলাকালে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি)-এর অধিনায়ক বলেন, কাপ্তাই বিজিবি ব্যাটালিয়ন অত্যন্ত পেশাদারিত্বের সঙ্গে সীমান্ত সুরক্ষার পাশাপাশি চোরাচালান, মাদকদ্রব্য, অবৈধ অনুপ্রবেশ এবং আন্তঃরাষ্ট্রীয় সীমান্ত অপরাধ দমনে কাজ করে যাচ্ছে। পাশাপাশি ‘অপারেশন উত্তরণ’-এর আওতায় দুর্গম পাহাড়ি এলাকায় বসবাসরত স্থানীয় নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের মাঝে বিভিন্ন সময়ে মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। তিনি আরও বলেন, মানবিক সহায়তা কার্যক্রমের মাধ্যমে স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে বিজিবি ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখবে।
দুর্গম পার্বত্য অঞ্চলে শীতের তীব্রতা তুলনামূলকভাবে বেশি হওয়ায় এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচি স্থানীয় দরিদ্র জনগোষ্ঠীর মাঝে স্বস্তি ও নিরাপত্তাবোধ সৃষ্টি করেছে। শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।