ঢাকা | জানুয়ারী ২৭, ২০২৬ - ৯:৪৯ অপরাহ্ন

শিরোনাম

কাপ্তাই ৪১ বিজিবিতে সমন্বয় সভায় জোন অধিনায়ক

  • আপডেট: Tuesday, January 27, 2026 - 8:13 pm


কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পাদনে বিজিবিসহ সকল আইনশৃঙ্খলা বাহিনী নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে বলে মন্তব্য করেছেন কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদী (সিগন্যালস)।  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি)-এর কনফারেন্স রুমে আয়োজিত সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় বিজিবি ওয়াগ্গাছড়া জোন এবং কাপ্তাই জোনের আয়োজনে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ সেনাবাহিনীর কাপ্তাই রণজয়ী ৩৮ বীর-এর কাপ্তাই জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ নাজমুল কাদির (শুভ), পিএসসি। এ সময় তিনি বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে কাপ্তাই সেনা জোনের দায়িত্বপূর্ণ এলাকায় টহল জোরদার করা হয়েছে। আগামী ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ইং তারিখ পর্যন্ত দায়িত্ব পালন করা হবে। বডি ক্যামেরা ব্যবহারসহ আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে সকল ধরনের নির্বাচনী কেন্দ্রগুলোতে নিরাপত্তার জন্য দায়িত্ব পালন করা হবে। সমন্বয় সভায় কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহেদুল ইসলাম, কাপ্তাই সহকারী কমিশনার (ভূমি) নেলী রুদ্র, কাপ্তাই উপজেলা নির্বাচন অফিসার মিতা পারিয়াল, ২৩ ও ৩৫ আনসার ব্যাটালিয়ন পরিচালক, ১০ আর ই ব্যাটালিয়নের প্রতিনিধি, কাপ্তাই ও চন্দ্রঘোনা থানার অফিসার এবং মিডিয়া কর্মীবৃন্দ উপস্থিত থেকে মত প্রকাশ করেন।