ঢাকা | নভেম্বর ৩, ২০২৫ - ১:৩৩ পূর্বাহ্ন

শিরোনাম

কাপ্তাই হ্রদে মাছ ধরতে গিয়ে যুবকের মৃত্যু

  • আপডেট: Sunday, November 2, 2025 - 6:41 pm

নিজস্ব প্রতিবেদক।

রাঙামাটির কাপ্তাই হ্রদে মাছ ধরতে নেমে পানিতে ডুবে মো. জনি (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (২ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাঙামাটি শহরের শহীদ আব্দুল আলী একাডেমি সংলগ্ন হ্রদের তীরে বসবাসকারী জনি সকালে নৌকা নিয়ে মাছ ধরতে বের হন। সকাল ৮টার দিকে হ্রদে যান তিনি, তবে বেলা ১১টা পর্যন্ত বাসায় না ফেরায় তার মা খোঁজতে বের হন। পরে দেখতে পান, নৌকাটি পানিতে ভাসছে কিন্তু জনি নেই। স্থানীয়দের সহায়তায় খোঁজাখুঁজির পর তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের পিতা মো. বাবুল মিস্ত্রী বলেন, “জনি প্রতিদিনের মতো মাছ ধরতে গিয়েছিল। পরে নৌকায় কাউকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করি। কিছুক্ষণ পর তার লাশ পাওয়া যায়।”

রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহেদউদ্দিন বলেন, “পরিবার জানিয়েছে জনির মৃগীরোগ ছিল। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত রয়েছে। পরিবারের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”