ঢাকা | ডিসেম্বর ১৫, ২০২৫ - ১২:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম

কাপ্তাই হ্রদে পানিস্বল্পতা: দিন দিন কমছে বিদ্যুৎ উৎপাদন

  • আপডেট: Sunday, December 14, 2025 - 5:01 pm

ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি:

রাঙামাটির কাপ্তাই হ্রদে পানিস্বল্পতার কারণে কাপ্তাইয়ে অবস্থিত দেশের একমাত্র পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র (কপাবিকে)-এর বিদ্যুৎ উৎপাদন দিন দিন কমছে। পানির ওপর নির্ভরশীল এই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ৫টি ইউনিট থেকে ২৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা থাকলেও বর্তমানে কেন্দ্রের মাত্র ১টি ইউনিট চালু রেখে গড়ে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে।

রবিবার (১৪ ডিসেম্বর) বেলা ১২টায় কেন্দ্রটির ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, শুষ্ক মৌসুমে দিন দিন কাপ্তাই হ্রদের পানি কমে যাওয়ার কারণে বর্তমানে বিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি ইউনিটের মধ্যে একটি ইউনিট চালু রাখা হয়েছে। আজ রবিবার সকাল ৯টা পর্যন্ত কেন্দ্রের ৫ নম্বর ইউনিট থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। রুল কার্ভ অনুযায়ী বর্তমানে কাপ্তাই হ্রদে পানির থাকার কথা ১০৪.৮০ ফুট মিন সি লেভেল। কিন্তু আজ সকাল ৯টা পর্যন্ত হ্রদে পানি আছে ৯৮.৯০ ফুট মিন সি লেভেল। পানি আরও কমে গেলে বিদ্যুৎ উৎপাদন আরও কমে যেতে পারে বলে তিনি জানান।