কাপ্তাই সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিল ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত

ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি ।
রাঙামাটির কাপ্তাইয়ে অবস্থিত সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিল ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ইনস্টিটিউটের উডশপ, সিভিল ও উড টেকনোলজি বিভাগে কারিগরি শিক্ষার্থীদের অংশগ্রহণে এ উদ্ভাবনী মেলা আয়োজন করা হয়। এটি Asset প্রকল্পের আওতায় অনুষ্ঠিত হয়।
সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা তাঁদের উদ্ভাবনী ১৫টি প্রকল্প প্রদর্শন করে। শিক্ষক ও অতিথিরা বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন। বিচারকমণ্ডলীর ফলাফলে প্রথম স্থান অর্জন করে “জিএসএম বেসড গ্যাস ডিটেকটর উইথ অটোমেটিক এক্সইস্ট কন্ট্রোল সিস্টেম”, দ্বিতীয় হয় “অটোমেটিক ফায়ার অ্যালার্ম এন্ড ওয়াটার সাপ্লাই” এবং তৃতীয় স্থান অর্জন করে “ব্লাড ডোনেশন প্লাটফর্ম (রেড হোপ)”।
প্রদর্শনী শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইনস্টিটিউটের অধ্যক্ষ রূপক কান্তি বিশ্বাস। সঞ্চালনা করেন ইনস্ট্রাক্টর মো. ইকবাল হায়দার। প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা নেলী রুদ্র। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র ব্যবস্থাপক মাহমুদ হাসান এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের সংযুক্ত কর্মকর্তা মদিনা আক্তার।
এছাড়া বক্তব্য রাখেন মেকানিক্যাল বিভাগের প্রধান মো. ওমর ফারুক, কম্পিউটার বিভাগের প্রধান ইঞ্জিনিয়ার তারেকুল ইসলাম, অটোমোবাইল বিভাগের প্রধান ইঞ্জিনিয়ার রহমত উল্লাহ এবং শিক্ষার্থী মো. বেলাল হোসেন। অতিথিরা বলেন, শিক্ষার্থীদের তৈরি উদ্ভাবনী প্রকল্পসমূহ অত্যন্ত প্রশংসনীয় ও মনোমুগ্ধকর। ভবিষ্যতে এসব উদ্ভাবন দেশ-বিদেশে জাতীয় কাজে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
পরে বিজয়ী ও অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও ইনস্টিটিউটের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।